আগামী বছরে ভারতে আসছে Reliance Jio 5G, ঘোষণা করলেন মুকেশ আম্বানি

Reliance Jio বাজারে আসার পর টেলিকম পরিষেবা বা মোবাইল ইন্টারনেট ব্যবহারের ধ্যান-ধারণায় যে আমূল পরিবর্তন এসেছে, একথা স্বীকার না করে উপায় নেই! মাত্র ৪-৫ বছরেই Jio হয়ে উঠেছে দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর। কিন্তু গ্রাহকরা, দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটির কাছ থেকে আরও উন্নত পরিষেবা পেতে চাইছে। এই মুহূর্তে অধিকাংশ ইউজারের মনে একটাই প্রশ্ন – কবে চালু হবে Jio-র 5G পরিষেবা!

আজ, এই বহুল চর্চিত প্রশ্নের উত্তর দিলেন Reliance Jio-র কর্ণধার মুকেশ আম্বানি নিজেই। মাত্র কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০ (India Mobile Congress 2020) ইভেন্টে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আম্বানি জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২১ সালের দ্বিতীয়ার্ধে ভারতে চালু হবে Jio 5G নেটওয়ার্কের পরিষেবা, যা ভারত সরকারের আত্মনির্ভর ভারত কর্মসূচির অংশ হিসেবে একটি সফল দৃষ্টান্ত স্থাপন করবে।

আম্বানি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন যে ২০২১-এর দ্বিতীয়ার্ধে চালু হওয়ার পর Jio, ভারতে 5G নেটওয়ার্ক তথা টেলিকম পরিষেবায় বিপ্লব আনবে। তিনি আরও বলেন যে এই নেটওয়ার্কটি সম্পূর্ন দেশীয় হার্ডওয়্যার এবং প্রযুক্তি উপাদান দ্বারা চালিত হবে এবং দেশীয় প্রযুক্তিবিদরাই এটির বিকাশ সাধন করবেন। এছাড়া এই বৈঠকে তিনি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে আনার কথাও জানিয়েছেন।

বিগত কয়েকমাস ধরেই Jio, 5G নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। সংস্থাটি তার প্রতিদ্বন্দ্বী টেলিকম অপারেটরদের আগে এই পরিষেবা চালু করতে বেশ তৎপর। ইতিমধ্যেই তারা, সরকারের থেকে স্পেকট্রাম ব্যবহারের অনুমতি পেতে আবেদন করেছে এবং 5G নেটওয়ার্ক বিকাশের কাজ শুরু করতে টেক জায়ান্ট Samsung এবং চিপসেট নির্মাতা Qualcomm-এর সাথে কাজ করছে।

জুলাই মাসে অনুষ্ঠিত রিলায়েন্সের ৪৩ তম বার্ষিক সভায় মুকেশ আম্বানি ঘোষণা করেন যে, স্পেকট্রাম পাওয়া মাত্রই জিও এদেশে 5G নেটওয়ার্কের পরীক্ষা শুরু করবে। এরপর অক্টোবরে, কোয়ালকম পরিচালিত একটি সম্মেলনে জিও তার 5G নেটওয়ার্ক সম্পর্কিত পরিকল্পনাগুলি বিশদভাবে সবার সামনে নিয়ে আসে এবং সংস্থার 5G রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) বিকাশের কথা ঘোষণা করে। জানিয়ে রাখি, RAN, পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের স্কেলিংয়ে সহায়তা করবে।

এই প্রসঙ্গে বলে রাখি, জিও, রিওলান্স ইন্ডাস্ট্রিজের একটি সহায়ক সংস্থা যা গত কয়েকমাসে বিভিন্ন বৈদেশিক সংস্থার বিনিয়োগ পেয়েছে। বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে গুগল, ফেসবুক, ইন্টেল ক্যাপিটাল, কোয়ালকম ভেনচারস এর মত বিশ্বের বৃহত্তম সংস্থাগুলির নাম। এই মুহূর্তে সংস্থাটির মার্কেট শেয়ার ৩৫ শতাংশেরও বেশি। ফলে, Jio 5G পরিষেবা চালু হওয়ার পর সংস্থার জিও প্ল্যাটফর্মগুলি যে আরও উন্নতি করতে সক্ষম হবে – তা আর বলার অপেক্ষা রাখে না!