কিনতে হুড়োহুড়ি, Hyundai Exter-র বুকিং 10,000 ছাড়িয়ে গেল, চাপের মুখে Tata-রা

১০ই জুলাই ভারতের বাজারে লঞ্চ হয়েছে মাইক্রো এসইউভি Hyundai Exter। Tata Punch-কে টেক্কা দিতে এদেশে এটি দক্ষিণ কোরিয়ার সংস্থার সবচেয়ে সস্তা SUV মডেল হিসাবে এসেছে। যার দাম ৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। সংস্থার তরফে এবার গাড়িটির ১০,০০০ বুকিং পার করার কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, গত ৮ই মে থেকে বুকিং শুরু হয়েছিল। একইসাথে হুন্ডাই গাড়িটির মাইলেজ কত, তা জানিয়েছে।

Hyundai Exter-এর বুকিং ১০,০০০ পার করল

১ লিটার পেট্রলে Hyundai Exter-এর ম্যানুয়াল ট্রান্সমিশন মডেলটি ১৯.৪ কিলোমিটার এবং অটোমেটিক ভ্যারিয়েন্টটি ১৯.২ কিলোমিটার পথ ছুটবে বলে দাবি করা হয়েছে। দুর্মূল্যের বাজারে মাইলেজের অঙ্ক দেখে অনেকেই আকৃষ্ট হবেন বলে আশাবাদী সংস্থা। আবার ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিট সহ মডেলটি এক কেজি জ্বালানিতে ২৭.১ কিলোমিটার পথ চলতে সক্ষম।

Hyundai Exter-এর মাইলেজের অঙ্ক শুনে অনেকের মনে গাড়ি এটি কেনার সাধ জাগলেও, স্টাইলিংয়ের দিক থেকেও গাড়িটি কোন অংশে কম যায় না। এর বনেটটি বেশ উঁচু এবং সমতল হওয়ার কারণে দর্শনের দিক থেকে পেশীবহুল দেখাচ্ছে। ভার্টিক্যাল স্প্লিট হেডল্যাম্প উপস্থিত এতে। সামনের ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে সিলভার স্কাফ প্লেট এবং বোল্ড “EXTER” ব্যাজিং। পেছনেও রয়েছে দুর্ধর্ষ ডিজাইনের স্কাফ প্লেট সহ বর্গাকৃতি টেলল্যাম্প।

Exter-এর ফিচারের তালিকা উপস্থিত ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রিক সানরুফ, স্টিয়ারিং মাউন্টেড প্যাডেল শিফ্টার, হাইলাইন টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ডুয়েল ক্যামেরা সহ ড্যাশ ক্যাম, ওয়ারলেস ফোন চার্জার ইত্যাদি। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে উপস্থিত সকল যাত্রীর জন্য থ্রি-পয়েন্ট সিট বেল্ট এবং অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে সহ ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ইউনিট। গাড়িটির মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Tata Punch।

এগিয়ে চলার শক্তি জোগাতে Hyundai Exter-এ দেওয়া হয়েছে একটি ১.২ লিটার ৪-সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড কাপ্পা পেট্রল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮৩ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। সিএনজি ভার্সনের আউটপুট ৬৯ পিএস শক্তি এবং ৯৫.২ এনএম টর্ক। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়।