ISRO: চাঁদের পর এবার সূর্য ও মঙ্গলজয়, ভারতকে বিশ্বসেরা করতে ইসরোর ৭টি ভবিষ্যত মিশন সম্পর্কে জেনে নিন

Chandrayaan 3 উৎক্ষেপণের অনেক আগেই ISRO নিজেই তার আসন্ন মিশনগুলির তালিকা প্রকাশ করেছিল।

গতকাল ভারতীয় গবেষণা মহাকাশ সংস্থা ISRO (ইসরো)-র Chandrayaan 3 (চন্দ্রযান ৩) মিশনটি সফল হয়েছে। বুধবার ঠিক সন্ধ্যা ৬:০৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করেছে বিক্রম ল্যান্ডার, যে কারণে গোটা বিশ্ব এখন ISRO-র প্রশংসায় পঞ্চমুখ। পাশাপাশি সকলেই এখন সংস্থাটির পরবর্তী মিশনগুলি সম্পর্কে জানতেও বেশ উৎসুক। যদিও Chandrayaan 3 উৎক্ষেপণের অনেক আগেই ISRO নিজেই তার আসন্ন মিশনগুলির তালিকা প্রকাশ করেছিল। চলুন দেখে নেওয়া ISRO-র সেই তালিকায় কি কি রয়েছে।

আদিত্য-এল ১ (Aditya-L1)

ইসরো ঘোষণা করেছে যে, তারা পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র সূর্য সম্পর্কে আরো তথ্য জানার জন্য মহাকাশে আদিত্য-এল১ নামের মহাকাশযান পাঠাবে। আর এই মিশনটি হবে দেশের প্রথম সৌর-ভিত্তিক মিশন। চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথমেই এই মিশনের কাজ শুরু হয়ে যাবে।

মঙ্গলযান ২ (Mangalyaan 2)

প্রথম মঙ্গলযান মিশনটি ২০১৩ সালের ৫ নভেম্বরে শুরু হয়েছিল এবং ফের একবার ভারতীয় মহাকাশ সংস্থাটি মঙ্গল অভিযান করতে চলেছে। আর এবার মঙ্গলযান ২-এর আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ম্যাগালিয়ান ২। আশা করা যায় আগামী বছর এই অভিযানের কাজ শুরু করা হবে।

গগনযান (Gaganyaan)

ভারতের প্রথম মানব মিশন হল গগনযান। ২০২২ সালে কিছু নভোচারীকে মহাকাশে নিয়ে যাবার পরিকল্পনা করেছিল ইসরো, কিন্তু সেই সময় কোভিড ১৯ মহামারীর কারণে এই মিশনটি স্থগিত রাখতে হয়েছিল। আশা করা যায়, ২০২৪ সালে এই মিশনটি আবার নতুন করে শুরু করা হবে। উল্লেখ্য, এই মিশনে খরচা হবে প্রায় ৯০২৩ কোটি টাকা।

NISAR স্যাটেলাইট (NASA-ISRO SAR)

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)-এর সহযোগিতায় ইসরো একটি মহাকাশ অভিযান শুরু করবে। এই লো-আর্থ-অরবিট (LEO) অবজারভেটরি মিশনটি ১২ দিনের মধ্যে সমগ্র বিশ্বের মানচিত্র তৈরি করবে বলে জানা গেছে।

এই NISAR মিশনের খরচ প্রায় ১২,২৯৬ কোটি টাকা। ২০২৪ সালের জানুয়ারিতে এই স্যাটেলাইটটি সম্ভবত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে।

স্প্যাডেক্স (SPADEX)

আগামী বছরের প্রথম দিকেই ইসরো SPADEX নামে একটি পরীক্ষামূলক মিশনও চালু করবে।

শুক্রযান ১ (Shukrayaan-1)

চাঁদ, মঙ্গল এবং সূর্য ছাড়াও ইসরো শুক্র গ্রহের সম্পর্কে আরো তথ্য জানার জন্য একটি মিশন চালু করবে। আসন্ন মিশনটি ২০২৪ সালের শেষের দিকে উৎক্ষেপণ করার কথা থাকলেও এই মিশনটি ২০৩১ সাল পর্যন্ত স্থগিত করেছে ইসরো।

LUPEX

ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ মিশন হল LUPEX বা লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। কেউ কেউ এটিকে চন্দ্রযান ৪ (Chandrayaan 4) হিসাবেও উল্লেখ করেছেন। ভারতের ISRO এবং জাপানের JAXA বা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (Japan Aerospace Exploration Agency) যৌথ উদ্যোগে চাঁদের উদ্দেশ্যে ২০২৫ সালে এই অভিযানটি চালু করতে পারে।