‘মহিলাদের পক্ষে অপমানজনক’, লোগো পাল্টাতে বাধ্য হচ্ছে Myntra

বর্তমান সময়ে অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা কেমন সেবিষয়ে আশা করি নতুন করে কিছু বলার নেই। এখন আমাদের মধ্যে অনেকেই বাড়িতে বসে পছন্দের বা প্রয়োজনের জিনিসটি মুহূর্তের মধ্যে কিনে ফেলি; সেক্ষেত্রে ভরসাযোগ্য মাধ্যম হিসেবে উপস্থিত থাকে Flipkart, Amazon সহ বিভিন্ন ধরণের অনলাইন শপিং প্ল্যাটফর্ম। তবে এই প্ল্যাটফর্মগুলি মাঝেমাঝেই বিতর্কিত প্রোডাক্ট বিক্রির জন্য খবরের শিরোনামে আসে। তবে এবার, আর এক জনপ্রিয় ই-কমার্স ব্র্যান্ড Myntra-ও জড়িয়ে পড়ল অপ্রীতিকর বিতর্কে! না কোনো আর্থিক কেলেঙ্কারি বা প্রোডাক্ট সংক্রান্ত সমস্যার জন্য নয়, বিতর্কের কেন্দ্রবিন্দু সংস্থার ‘M’ লোগোটি। অভিযোগ Myntra-র ‘M’ লোগোটি বেশ আপত্তিকর এবং ওই লোগোর মাধ্যমে মেয়েদের অসম্মান করা হয়েছে। চাপের মুখে পড়ে তড়িঘড়ি নিজের লোগোতে কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়েছে Myntra।

রিপোর্ট অনুযায়ী, আভেস্তা ফাউন্ডেশন এনজিওর সাথে যুক্ত নাজ প্যাটেল নামের এক মহিলা গত ডিসেম্বরে মুম্বই সাইবার পুলিশের কাছে এই ই-কমার্স সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নাজ দাবি করেছিলেন যে মিন্ত্রা-র বিদ্যমান লোগোটি মহিলাদের জন্য অত্যন্ত অবমাননাকর তাই এটিকে অপসারণ বা পরিবর্তন করা উচিত। সেক্ষেত্রে বিগত কয়েকদিনে মুম্বই সাইবার পুলিশ মিন্ত্রা-র বিরুদ্ধে আনা এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে এবং নাজের অভিযোগটি যুক্তসিদ্ধ বা বৈধ হিসেবে ঘোষণা করে। এরপর জনপ্রিয় ই-কমার্স সংস্থাটিকে তার লোগো প্রতিস্থাপন করার নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসিপি রেশমি করণদিকরের।

ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্থার আধিকারিকরা আলোচনা শুরু করেন এবং তারা এক মাসের মধ্যেই উক্ত লোগোটি সংশোধন করার সিদ্ধান্ত নেন। সূত্রের দাবি সংস্থাটি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত স্থান জুড়ে তাদের অফিসিয়াল লোগো পরিবর্তন করবে। ইতিমধ্যে সংস্থার মেইল আইডি বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে তারা পরিবর্তিত লোগোটিকে প্রোফাইল পিকচার হিসেবে সেট করেছে। খুব তাড়াতাড়ি সংস্থার ওয়েবসাইট এবং অ্যাপেও এই লোগোর সংশোধন করা হবে বলে জানিয়েছে Myntra। শুধু তাই নয়, সংস্থার বিজ্ঞাপন প্রচার এবং প্যাকেজিংয়েও এই পরিবর্তন কার্যকরী হবে বলে জানা গিয়েছে।

কোনো কোম্পানির লোগো তার ব্র্যান্ডিং বা যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। অন্যদিকে, মিন্ত্রা ভারতে পোশাক এবং আনুষাঙ্গিক বিক্রির জন্য অত্যন্ত জনপ্রিয়। ফ্লিপকার্টের মালিকানাধীন সংস্থাটি সম্প্রতি ‘ইন্ড অফ রিজনাল সেল’ নামে একটি বিশেষ সেলের আয়োজনও করেছিল, যাতে তারামাত্র ৫ দিনের মধ্যে ১.১ কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করেছে বলে জানা গেছে। তাই সংস্থার জন্য এহেন বিতর্ক বেশ অস্বস্তিকর। সেক্ষেত্রে সংস্থার লোগোর বিরুদ্ধে অভিযোগকারী নাজ জানিয়েছেন, বেশ কিছু সময় আগে তিনি কয়েক জন পুরুষ মিন্ত্রার লোগোটি সম্পর্কে কথা বলতে এবং হাসাহাসি করতে দেখেন। এরপরই বিষয়টি তার দৃষ্টিগোচর হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Myntra ছাড়াও আরো বেশ কিছু সংস্থার লোগোর বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন নাজ প্যাটেল, যার মধ্যে Tesla এবং Clinica Dental-এর মত সংস্থার নাম রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন