Vivo Pad, Vivo Nex ট্যাবলেট আসছে Stylus সাপোর্ট সহ

গত দুবছরেরও বেশি সময় ধরে চলা বিশ্বব্যাপী অতিমারি পরিস্থিতির জন্য বেশিরভাগ মানুষই ঘরবন্দী হয়েছেন। ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই স্কুলের অনলাইন ক্লাস করছে আবার অফিসের কর্মচারীরা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এই সেরে নিচ্ছেন তাদের দৈনন্দিন অফিসের কাজকর্মগুলি। আর এই কারণেই বর্তমান বাজারে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য উচ্চ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক ব্র্যান্ড এই ক্রমবর্ধমান চাহিদাকেই কাজে লাগিয়ে তাদের নতুন ট্যাবলেট ডিভাইসগুলি বাজারে নিয়ে আসছে। ভিভো শীঘ্রই Vivo Pad এবং Vivo NEX ব্র্যান্ডেড ট্যাবলেট দুটি বাজারে লঞ্চ করবে বলেও শোনা যাচ্ছে। নতুন একটি রিপোর্ট থেকে এই দুটি ট্যাবের সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।

স্টাইলাস সাপোর্ট সহ আসছে ভিভোর দুই নতুন ট্যাব

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে, আসন্ন ভিভো প্যাড এবং ভিভো এনইএক্স ব্র্যান্ডেড ট্যাবলেটটি স্টাইলাস সাপোর্ট সহ আসবে এবং এগুলি প্রাথমিকভাবে চীনের বাজারে আত্মপ্রকাশ করবে। এছাড়া, ট্যাবলেটগুলিতে স্টাইলাসের অন্তর্ভুক্তির ফলে মনে করা হচ্ছে, সংস্থাটি তাদের এই ডিভাইসগুলি শুধুমাত্র সাধারণ ব্যবহারকারীদের দিকে লক্ষ্য করেই লঞ্চ করবে না। বরং এর পাশাপাশি আসন্ন ভিভো প্যাড এবং ভিভো এনইএক্স ব্র্যান্ডের ট্যাবলেটের মাধ্যমে ডিজাইনার এবং কনটেন্ট ক্রিয়েটরদের মতো পেশার মানুষদের চাহিদাপূরণের চেষ্টাও করবে।

ভিভো প্যাড- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo Pad Expected Specifications)

একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে, আপকামিং ভিভো প্যাডে ১১ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে, যা ২,৫৬০ x ১,৬০০ পিক্সেলের রেজোলিউশন অফার করবে। এছাড়াও, এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে বলে জানা গেছে। এই ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে।

দাবি করা হয়েছে যে ভিভো প্যাডের রিয়ার শেলটিতে ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের লেন্স সমন্বিত একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসটির সামনের দিকে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে।

ভিভোর আসন্ন এই ট্যাবলেটে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৮,০৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া Vivo Pad- এ কোনও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না বলেই জল্পনা চলছে, তাই মনে করা হচ্ছে সংস্থা এই ট্যাবে ফেস আনলক সেফটি ফিচারটি যুক্ত করতে পারে।

প্রসঙ্গত, পূর্বের রিপোর্টগুলিতে দাবি করা হয়েছে যে, এই ট্যাবলেটটি সরু বেজেল যুক্ত পাঞ্চ-হোল ডিসপ্লে সহ আসবে। গত মাসে, PA2170 মডেল নম্বর সহ একটি ভিভো ট্যাবলেটকে চীনের 3C সার্টিফিকেশন সাইটে ৪৪ ওয়াট চার্জার সহ স্পট করে হয়েছিল। এর থেকে আশা করা হচ্ছে এই ডিভাইসটি Vivo Pad নামে শীঘ্রই চীনা বাজারে আসবে। এর পাশাপাশি এক টিপস্টার জানিয়েছেন যে, এই ট্যাবটির দাম প্রায় ১,৫৯৯ ইউয়ান (আনুমানিক ১৮,৯০০ টাকা) হতে পারে।