Oppo A55 4G বাজেট সেগমেন্টে 50MP ট্রিপল ক্যামেরা ও 5000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল

Oppo A55 4G গত বছরের অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল। বাজেট-সেন্ট্রিক এই স্মার্টফোন এবার নাইজেরিয়ার বাজারে আত্মপ্রকাশ করেছে। Oppo-র এই হ্যান্ডসেটের ফিচারগুলির মধ্যে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং লং লাস্টিং ব্যাটারি উল্লেখযোগ্য। উল্লেখ্য, Oppo A55 4G-এর ভারতীয় ও নাইজেরিয়ান ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনগুলি একইরকম।

Oppo A55 4G স্পেসিফিকেশনস

ওপ্পো এ৫৫ ৪জি স্মার্টফোনে ৬.৫১ ইঞ্চি এলসিডি এইচডি+ (৭২০ x ১,৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট ৬০ হার্টজ, টাচ ও ব্রাইটনেস ৫০০ নিটস। ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওপ্পো এ৫৫ ৪জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ওপ্পো এ৫৫ ৪জি ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ভিডিও কল ও সেল্ফির জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Oppo A55 4G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটয়্যারের দিক থেকে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১১.১ সিস্টেম দ্বারা পরিচালিত।

Oppo A55 4G দাম

নাইজেরিয়ায় Oppo A55 4G-এর দাম রাখা হয়েছে ১,০৯,৯০০ নাইজেরিয়ান নাইরা, মুদ্রায় যা প্রায় ১৯,৬২০ টাকার সমান। ভারতের থেকে সে দেশে দাম প্রায় ৪,০০০ টাকা বেশি।