দাম কমছে 4G স্মার্টফোনের, Vivo Y53s পাওয়া যাচ্ছে ৮ হাজার টাকা ছাড়ে

Vivo নিত্যনতুন অ্যাডভান্স ফিচারের স্মার্টফোন আনার জন্য বরাবরই চর্চায় থাকে। আর তাই উক্ত ব্র্যান্ডিংয়ের ফোনগুলির চাহিদা গ্রাহকদের কাছে অধিক থাকায়, সংস্থাটি তাদের হ্যান্ডসেটের জন্য খুবই কম ডিসকাউন্ট অফার করে। কিন্তু ভারতে 5G নেটওয়ার্কের আগমন নিশ্চিত হওয়ার পর হয়তো একটু নড়েচড়ে বসেছে Vivo। আর তাই বর্তমানে ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে একাধিক বিদ্যমান 4G হ্যান্ডসেটকে ব্যাপক ডিসকাউন্টের সাথে বিক্রির ঘোষণা করেছে তারা। তবে সর্বাধিক নজর কাড়ছে গত বছর ৯ই অগাস্ট আত্মপ্রকাশ করা Vivo Y53s ফোনটি। কেননা আলোচ্য মডেলের সাথে প্রায় ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। একই সাথে, ইএমআই, এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাঙ্ক অফারের সুবিধাও থাকছে উপলব্ধ। ফলে যাবতীয় সুযোগ-সুবিধার ফায়দা তুলতে পারলে মাত্র কয়েক’শ টাকার বিনিময়ে এই Y-সিরিজের ফোনটিকে পকেটস্থ করা যাবে। চলুন Vivo Y53s স্মার্টফোন কেনার ক্ষেত্রে কি কি অফারের লাভ ওঠানো যাবে তা জেনে নেওয়া যাক।

Flipkart এর মাধ্যমে অফারের সাথে সস্তায় কেনা যাবে Vivo Y53s

লঞ্চ-পরবর্তী সময়ে ভিভো ওয়াই৫৩এস স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের এমআরপি রাখা হয়েছিল ২২,৯৯০ টাকা। কিন্তু ফ্লিপকার্টের মাধ্যমে এখন এই ফোনটিকে কিনলে, ধার্য মূল্যের উপর আপনারা ফ্লাট ৩২% বা ৭,৫০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারপর, এটিকে মাত্র ১৫,৪৯০ টাকা খরচ করে পকেটস্থ করে নেওয়া যাবে।

অন্যান্য অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের মাস্টারকার্ড ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। কিস্তিতে টাকা শোধ করতে চাইলে মাসিক ৫৩৭ টাকার ইএমআই বিকল্প উপলব্ধ। আর পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোন খরিদ করলে ১৪,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও মিলবে। এক্ষেত্রে পুরোনো ফোনের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার উপর নির্ভর করবে আপনি কত টাকার এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারবেন। ফোনটিকে ডিপ ব্লু সী ও ফ্যান্টাস্টিক রেনবো কালারে পাওয়া যাবে।

Vivo Y53s -এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৫৩এস ফোনে রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে, যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। পারফরম্যান্সের জন্য উক্ত হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১১ কাস্টম স্কিন দ্বারা চালিত। ফোনটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। একই সাথে ৩ জিবি এক্সটেন্ডেড র‌্যামও সাপোর্ট করে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo Y53s ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান। কানেক্টিভিটির জন্য এই ফোনে আছে – 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ওয়াই৫৩এস -এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। এর ওজন ১৯০ গ্রাম।