Samsung Sale: এখন বড় স্ক্রিনের টিভি কিনলে ফ্রি-তে পাবেন লাখ টাকার ফোন এবং ৫০ হাজারি সাউন্ডবার

আর মাত্র একটা সপ্তাহ, তারপরেই সমাপ্ত হবে FIFA 2022 ফুটবল বিশ্বকাপের পর্ব। তবে আপনি যদি বছর শেষে নতুন টিভি, স্মার্টফোন বা সাউন্ড সিস্টেমের মত কোনো ইলেকট্রনিক্স কিনতে চান, তাহলে কিন্তু এই ফুটবল বিশ্বকাপের কারণেই আপনি বেশ সোনায় সোহাগা অফার উপভোগ করতে পারবেন। আসলে এখন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কোম্পানি Samsung চলতি ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ‘The Big Game Fest’ সেলের আয়োজন করেছে। আর এই সেলেই সংস্থাটি নির্বাচিত টিভি কেনার ক্ষেত্রে লাখ টাকারও বেশি দামের স্মার্টফোন এবং ৫০ হাজার টাকা দামী সাউন্ডবার বিনামূল্যে অফার করছে। এর সাথে Samsung-এর টিভি মডেলগুলির ওপর রয়েছে দশ বছরের ওয়ারেন্টি এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের মত সুবিধা। সোজা কথায় বললে, এই মুহূর্তে Samsung-এর নতুন টিভি কিনলে এক খরচে প্রচুর সুবিধা পাওয়া যাবে।

Samsung-এর এই টিভিগুলি কিনলে হবে দারুণ ফায়দা

পাঠকদের বলে রাখি, স্যামসাং দ্য বিগ গেম ফেস্টে Neo QLED 8K, Neo QLED, QLED, The Frame TV এবং The Freestyle projector কেনার সময় ক্রেতাদের নিশ্চিত উপহার দেবে কোম্পানি। এক্ষেত্রে নির্বাচিত টিভি মডেলগুলিতে ১,০৯,৯৯৯ টাকার Samsung Galaxy S22 Ultra স্মার্টফোন বা ৪৯,৯০০ টাকা মূল্যের একটি Samsung Ultra Slim Soundbar HW-S801B পাওয়া যেতে পারে। অন্যদিকে The Freestyle projector কিনলে আগ্রহীরা ১৭,৯০০ টাকা মূল্যের Samsung Sound Tower T40 পাবেন। এছাড়াও ব্র্যান্ডের ৭৫ ইঞ্চি আল্ট্রা টিভি কিনলে ১৮,৪০০ টাকা দামী Galaxy A23 পাওয়া যেতে পারে, যেখানে Neo QLED বা QLED টিভির সাথে মিলবে ১০ বছরের নো স্ক্রিন বার্ন-ইন ওয়ারেন্টি।

উল্লেখ্য, এই প্রচারমূলক অফারগুলি দেশের সমস্ত বড় রিটেল আউটলেটগুলির পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Samsung.com-এ এখন উপলব্ধ থাকবে৷

পাওয়া যাবে ব্যাঙ্ক অফারও

স্যামসাং দ্য বিগ গেম ফেস্টে ক্রেতারা স্যামসাং আইসিআইসিআই (Samsung ICICI), কোটাক (Kotak), এবং আরবিএল (RBL)-এর মত বড় ব্যাঙ্কগুলির সাহায্যে কেনাকাটার ওপর ২০% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন; এছাড়া সর্বনিম্ন ১,৯৯০ টাকার ইএমআই স্কিমের সুবিধাও পাবেন এই ব্যাঙ্কগুলির গ্রাহকরা।