Covid 19 Vaccination: বুস্টার ডোজের জন্য কীভাবে স্লট বুক করবেন, দেখে নিন সহজ পদ্ধতি

সম্প্রতি দেশে আবারও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। রাজধানী দিল্লিতে এই ভাইরাসের ভয়াল থাবায় গত ২৪ ঘণ্টায় এক হাজার জনেরও বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়াও, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য কয়েকটি রাজ্যে বেশ কিছু অ্যাক্টিভ কোভিড পজিটিভ কেসের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই আগামী বুধবার ভার্চুয়ালি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের মতে, এভাবে একই হারে একটানা সংক্রমণ বাড়তে থাকলে দেশে করোনার চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ বাড়বে। এমত পরিস্থিতিতে এই ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে সরকার বেসরকারী ও সরকারী উভয় টিকাকরণ কেন্দ্রের মাধ্যমে ১২ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে।

উল্লেখ্য যে, করোনার হাত থেকে নিস্তার পেতে এর আগে দুটি ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর বুস্টার ডোজ নিতে হলে দ্বিতীয় ডোজ থেকে ৯ মাসের ব্যবধান থাকা প্রয়োজন। অর্থাৎ সোজা কথায় বললে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস অতিবাহিত হলে তবেই বুস্টার ডোজ নিতে সক্ষম হবেন নাগরিকরা। উদাহরণস্বরূপ, যদি আপনি ৯ আগস্ট দ্বিতীয় ডোজ নিয়ে থাকেন, তবে আপনি ৯ মে-এর পর বুস্টার ডোজ নিতে পারবেন। এছাড়া, আপনি বুস্টার ডোজ নেওয়ার জন্য এলিজিবল হওয়া মাত্রই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে সরকারের পক্ষ থেকে একটি এসএমএস নোটিফিকেশন পাঠানো হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পূর্বের মতোই ইউজাররা কোউইন (Cowin) ওয়েবসাইটে স্লট বুক করার মাধ্যমে বুস্টার ডোজ নিতে সক্ষম হবেন। কোউইন ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, বুস্টার ডোজ নেওয়ার সময় নাগরিকদেরকে তাদের চূড়ান্ত টিকাকরণের শংসাপত্রটি (ফাইনাল ভ্যাক্সিনেশন সার্টিফিকেট) সাথে রাখতে হবে, যেখানে তাদের প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পর্কিত যাবতীয় বিবরণ বিশদে উল্লিখিত রয়েছে। কীভাবে কোউইন ওয়েবসাইটে বুস্টার ডোজের জন্য স্লট বুক করতে হবে, তার জন্য প্রয়োজনীয় স্টেপগুলি নীচে উল্লেখ করা হল।

Cowin ওয়েবসাইট ব্যবহার করে বুস্টার ডোজ স্লট বুক করার পদ্ধতি

১. www.cowin.gov.in-এ যান এবং উপরের ডান দিকের কোণে ‘রেজিস্টার/সাইন ইন’ (Register/Sign in) বাটনে ক্লিক করুন।

২. লগইন করার জন্য আপনার রেজিস্টার্ড ফোন নম্বর এবং ফোনে প্রাপ্ত ওটিপি (OTP)-টি এন্টার করুন।

৩. স্লট বুকিং পেজে ‘প্রিকশন ডোজ’ (Precaution Dose) অপশনের সামনে থাকা ‘সিডিউল’ (Schedule) বাটনে ক্লিক করুন৷

৪. পিন কোড বা রাজ্য ও জেলার নাম ব্যবহার করে ভ্যাক্সিনেশন সেন্টারটি (টিকাকরণ কেন্দ্র) নির্বাচন করুন৷

৫. তারপর স্লটে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী টাইম স্লট চুজ করুন।

৬. স্লট বুক করার জন্য নীচে ‘কনফার্ম’ (Confirm) বাটনটি ট্যাপ করুন।