Vi আনলো ১৩৯৮ টাকার পোস্টপেড প্ল্যান, আনলিমিটেড কলিং ও ডেটা সহ আছে অনেক সুবিধা

কয়েকদিন আগেই Vi (আগে ভোডাফোন আইডিয়া) তাদের দুটি রেডএক্স ফ্যামিলি পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল। এই দুটি প্ল্যান হল মূল্য ছিল ৫৯৮ টাকা ও ৭৪৯ টাকা। যদিও এখন এই প্ল্যান দুটির দাম বেড়ে হয়েছে ৬৪৯ টাকা ও ৭৯৯ টাকা। এবার টেলিকম কোম্পানিটি ১,৩৯৮ টাকার নতুন একটি REDX Family পোস্টপেড প্ল্যান নিয়ে হাজির হল। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেটা, একবছরের Netflix সাবস্ক্রিপশন, Amazon Prime সাবস্ক্রিপশন প্রভৃতি পাওয়া যাবে। আসুন Vi এর ১,৩৯৮ টাকার REDX Family পোস্টপেড প্ল্যানের সুবিধাগুলি জেনে নিই।

Vi ১,৩৯৮ টাকার REDX Family পোস্টপেড প্ল্যান

অন্যান্য ফ্যামিলি পোস্টপেড প্ল্যানের মত এখানেও বেশ কয়েকটি কানেকশন যুক্ত করা যাবে। যদিও কোম্পানি এখনও প্ল্যানটির শর্তাবলী জানায়নি। তবে এই প্ল্যানে প্রাইমারি কানেকশনের জন্য প্রতিমাসে ১৫০ জিবি ডেটা দেওয়া হবে। সাথে থাকবে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও দৈনিক ১০০ টি এসএমএস। আবার সেকেন্ডারি কানেকশনের জন্আনলিমিটেড কলিং, ৩০ জিবি ডেটা (৫০ জিবি ডেটা রোলওভার), ১০০ এসএমএস অফার করা হবে।

মনে রাখবেন এখানে সেকেন্ডারি কানেকশন বিনামূল্যে পাওয়া যাবেনা। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, প্রতিটি কানেকশনের জন্য অতিরিক্ত ২৪৯ টাকা দিতে হবে। এই প্ল্যানে সর্বোচ্চ চারটি কানেকশন যুক্ত করা যাবে।

এদিকে ১,৩৯৮ টাকার ফ্যামিলি পোস্টপেড প্ল্যানের অন্যান্য বেনিফিটের কথা বললে, এখানে বিনামূল্যে একবছরের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাবে। যার মূল্য ৫,৯৮৮ টাকা। এছাড়াও আছে একবছরের Amazon Prime ও ZEE5 Premium সাবস্ক্রিপশন। সাথে কোম্পানির নিজস্ব Vi Movies & TV app এর বেনিফিটও মিলবে।