মাত্র 401 টাকায় হাই স্পিড 1 টিবি ইন্টারনেট ডেটা, Jio AirFiber আনল সস্তা রিচার্জ প্ল্যান

Avatar

Published on:

Jio AirFiber RS 401 Data Booster Plan

অনেকদিন আগেই Reliance Jio ভারতে 5G লঞ্চ করেছে। আর এখন সংস্থাটি চাইছে ভারতের একাধিক মানুষ 5G পরিষেবা উপভোগ করুক। যে কারণে, তারা কিছুদিন আগে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে Jio AirFiber নামের নতুন একটি ওয়্যারলেস পরিষেবা। যার মাধ্যমে Reliance Jio গ্রাহকদের 5G FWA (ফিক্সড-ওয়্যারলেস অ্যাক্সেস) পরিষেবা অফার করে। আর এখন সংস্থাটি ঘোষণা করেছে যে, বর্তমানে গ্রাহকরা এই পরিষেবা পেতে পারেন মাত্র ৪০১ টাকায়।

তবে মনে রাখবেন, Jio AirFiber নিতে চাইলে প্রথমে সংস্থার নিয়মিত প্ল্যান অর্থাৎ, ৫৯৯ টাকা ৮৯৯ টাকা এবং ১,১৯৯ টাকা অথবা Max প্ল্যান, ১,৪৯৯ টাকা, ২,৯৯৯ টাকা এবং ৩,৯৯৯ টাকা রিচার্জ করতে হবে। কারণ, এই সমস্ত প্ল্যানগুলি Jio AirFiber কানেকশন সক্রিয় রাখতে সাহায্য করবে। আর, ৪০১ টাকার প্ল্যানটিকে ডেটা বুস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। চলুন, Jio-র ৪০১ টাকার AirFiber প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

Jio AirFiber-র ৪০১ টাকার ডেটা বুস্টার প্ল্যান

রিলায়েন্স জিওর এয়ার ফাইবার-এর ৪০১ টাকার প্ল্যানটি একটি ডেটা বুস্টার প্ল্যান। যেটি গ্রাহকদের ১ টিবি ডেটা অফার করে। তবে, এর নিজস্ব কোনো ভ্যালিডিটি নেই। এটি সিঙ্গেল বিলিং সাইকেল পর্যন্ত বৈধ অর্থাৎ নতুন বিলিং সাইকেল শুরু হওয়ার সাথে সাথে এই ডেটা বুস্টার প্ল্যানের মেয়াদও শেষ হয়ে যাবে। আর এর সাথে যদি কোনো ডেটা অব্যবহৃত থাকে, তাহলে সেটিও আর ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ডেটার প্রয়োজন হলে আপনাকে আবার নতুন ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করতে হবে।

উল্লেখ্য, জিও এয়ার ফাইবার প্ল্যানগুলির সাথে প্রতিমাসে ৩.৩ টিবি ডেটা দেওয়া হয়। আর এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে আসে। তাই যারা ধার্য ডেটা ব্যবহারের পরেও উচ্চগতির ইন্টারনেট সুবিধা পেতে চান, তারা এই বুস্টার প্ল্যান রিচার্জ করতে পারবেন।

প্রসঙ্গত, বর্তমানে ভারতের ২১ টি রাজ্যের ৪৯৪ টি শহরে জিও এয়ার ফাইবার পরিষেবা উপলব্ধ। আর ২০২৩ সাল শেষ হওয়ার আগে জিও আরও বেশ কয়েকটি শহরে এই পরিষেবাটি পৌঁছে দেবে বলে আশা করছে। আপনি যদি নতুন এয়ার ফাইবার কানেকশন নিতে চান, তাহলে Jio Air Fiber-এর ওয়েব পেজে যান অথবা Jio-র ওয়েবসাইটে যান। এছাড়াও, ৬০০০৮ ৬০০০৮ নম্বরে মিসকল দিয়েও সংস্থাটির সাথে যোগাযোগ করতে পারেন।

সঙ্গে থাকুন ➥