সুখবর, Redmi-র বাজেট ফোনের পারফরম্যান্স উন্নত করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে Xiaomi

আকর্ষণীয় ফিচার এবং উন্নত পারফরম্যান্সের জন্য Xiaomi-র স্মার্টফোনগুলি বেশ জনপ্রিয়, তেমনি গ্রাহক মহলে সমাদৃত সংস্থার অ্যান্ড্রয়েড কাস্টম স্কিন MIUI-ও। আসলে এমনিতে Xiaomi-র MIUI, মজাদার অ্যানিমেশন এবং নানারকম ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতা তো উন্নত করেই, পাশাপাশি তারা ডিভাইসে একটি নিজস্ব সিকিউরিটি অ্যাপ্লিকেশন সরবরাহ করে, যাতে স্পিড বুস্টার, ক্লিনার, অ্যাপ ক্লিনার, ব্যাটারি ম্যানেজমেন্ট ইত্যাদি ফিচার উপলব্ধ থাকে। MIUI-এর জন্মলগ্ন থেকেই এই সিকিউরিটি অ্যাপ্লিকেশনটি রয়েছে, এমনকি কাস্টম স্কিনের আপগ্রেডেশনের সাথে সাথে এই অ্যাপেও বদল এসেছে। সেক্ষেত্রে নতুন MIUI 12.5 সংস্করণ রোলআউটের চর্চার মধ্যে এবার চীনা টেক জায়ান্ট সংস্থাটি তার পুরনো MIUI 10 কাস্টম স্কিনের জন্য একটি সংশোধিত আপডেট আনবে বলে মনে হচ্ছে। মূলত ব্র্যান্ডের লো-এন্ড ডিভাইসের সিকিউরিটি অ্যাপে অ্যানিমেশন কমিয়ে, সেগুলির পারফরম্যান্সে ভারসাম্য রাখার জন্য এই আপডেট আনা হতে পারে।

Xiaomiui তাদের টুইটার প্রোফাইল থেকে কিছু স্ক্রিনশট শেয়ার করেছে, যা দেখে মনে হচ্ছে সংস্থাটি তার সিকিউরিটি অ্যাপ থেকে অ্যানিমেশনগুলি সরিয়ে দিয়েছে। সেক্ষেত্রে ওই পোস্টে পরিষ্কারভাবে বলা হয়েছে, এই পরিবর্তন কেবলমাত্র কম শক্তিশালী বা পুরোনো প্রসেসর চালিত এন্ট্রি-লেভেল স্মার্টফোনেই দেখা যাবে। মূলত এই পরিবর্তনের জন্য Redmi Note 8, Redmi 9, Redmi 9T, Redmi 9 Power হ্যান্ডসেটে সংশোধিত আপডেট আসবে বলে সংস্থাটি জানিয়েছে। ফলাফল হিসেবে, এই আপডেট আসার পর ফোনগুলির পারফরম্যান্স আরো উন্নত (বা স্মুথ) হবে বলে ধরে নেওয়া যায়।

https://twitter.com/xiaomiui/status/1396609894162255873

এই প্রসঙ্গে বলে রাখি, MIUI-এর সিকিউরিটি অ্যাপ্লিকেশন একমাত্র অ্যাপ নয় যেখানে Xiaomi অ্যানিমেশন কমানোর কথা ভাবছে। এর আগে ডিফল্ট ওয়েদার অ্যাপ্লিকেশনেও অ্যানিমেশন অনেকটাই কমিয়েছে সংস্থাটি। তাছাড়া ভাল পারফরম্যান্সের জন্য আগামী দিনে অন্যান্য সিস্টেম অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রেও ঠিক একই সিদ্ধান্ত গৃহীত হতে পারে।

তবে ভারতীয় ইউজারদের এখনই এই খবর শুনে নিরাশ বা খুশি হওয়ার কিছু নেই। কারণ এই পরিবর্তন আপাতত চীনা MIUI রমের মধ্যেই সীমাবদ্ধ। যদিও আশা করা যায় যে, Xiaomi শীঘ্রই গ্লোবাল রমের জন্য এই আপডেট আনবে। সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতীয় ইউজার এই পরিবর্তন চাক্ষুষ করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন