বড় স্ক্রিন সহ Mi Band 6 এর লঞ্চ আসন্ন, থাকবে SpO2 সেন্সর

গত জানুয়ারি তে জানা গিয়েছিল Xiaomi তাদের নতুন স্মার্ট ব্যান্ড Mi Band 6 এর ওপর কাজ শুরু করেছে। সেই সময় Zepp অ্যাপের কোডের মধ্যে মি ব্যান্ড ৬ এর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল। একমাস পরেই এই ব্যান্ডকে সার্টিফিকেশন সাইটেও দেখা গেল। Mi Band 6 সম্প্রতি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন লাভ করেছে। এছাড়াও ব্যান্ডটিকে ইন্দোনেশিয়ার টেলিকম ওয়েবসাইটে (Indonesia Telecom website) অন্তর্ভুক্ত করা হয়েছে।

টিপস্টার মুকুল শর্মা একটি টুইট করে জানিয়েছেন, Mi Band 6 শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। কারণ এই ব্যান্ডকে XMSH15HM মডেল নম্বরের সাথে BIS সার্টিফিকেশনে দেখা গেছে। শুধু তাই নয়, একই মডেল নম্বর কে খুঁজে পাওয়া গেছে ইন্দোনেশিয়ার টেলিকম ওয়েবসাইটে। যদিও দুটো সার্টিফিকেশন সাইট থেকে মি ব্যান্ড ৬ এর ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে Zepp অ্যাপের কোড থেকে জানা গিয়েছিল, মি ব্যান্ড ৬ এর কোডনেম হবে  “Pangu” এবং মডেল নম্বর হবে XMSH15HM। এই ব্যান্ডটি দুটি ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হবে – এনএফসি সাপোর্ট (চীন) ও সাপোর্ট ছাড়া (গ্লোবাল মার্কেট)।

ফিচারের কথা বললে সাথে Mi Band 6 রক্তে অক্সিজেন পরিমাপের জন্য SpO2 সেন্সর ও Alexa সাপোর্ট সহ আসবে। আবার এতে থাকতে পারে বিল্ট ইন জিপিএস। এর স্ক্রিন মি ব্যান্ড ৫ (১.১ ইঞ্চি) এর থেকেও বড় হবে। আবার মি ব্যান্ড ৬ ড্যান্স, ক্রিকেট, বাস্কেটবল সহ মোট ৩০টি অ্যাক্টিভিটি মোড সহ আসবে। প্রসঙ্গত ১১টি অ্যাক্টিভিটি মোড সহ লঞ্চ হয়েছিল Mi Band 5। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন