KRIDN XR: বাইকও নয়, আবারও স্কুটারও বলা যায় না, 100 কিমি রেঞ্জের ইলেকট্রিক ভেহিকেল আনল দেশীয় সংস্থা

নয়ডার ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ওয়ান ইলেকট্রিক (One Electric) এবার তাদের দ্বিতীয় মডেল লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। শীঘ্রই KRIDN XR নামে এক বৈদ্যুতিক দু’চাকা গাড়ি বাজারে আনতে চলেছে তারা। ডিজাইনের নিরিখে একে স্কুটার বা মোটরসাইকেলের ক্যাটাগরিতে ফেলা যায় না। অনেকটা মোপেডের মতো দেখতে। তবে এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা হচ্ছে না। ই-কমার্স বা অনলাইন ডেলিভারি ক্ষেত্রে ব্যবহারের উপযোগী হিসাবে আসছে এটি। সব ঠিকঠাক চললে চলতি বছরের জুনে অফিশিয়ালি লঞ্চ হতে পারে।

KRIDN XR ডিজাইন

KRIDN XR যাতে ডেলিভারির ক্ষেত্রে সেরা পরিষেবা দিতে পারে তেমনভাবে ডিজাইন করা হয়েছে। ইলেকট্রিক টু-হুইলারটির ফিচারের তালিকায় অন্তর্ভুক্ত দুটি বৃহৎ হুইল, যাতে খানাখন্দে চাকা পড়লেও স্থিতিশীলতা বজায় থাকে। এছাড়া দেওয়া হয়েছে সহজে পণ্য পরিবহণের জন্য একটি বড় সিট, পায়ের সামনে মালপত্র নেওয়ার জন্য বেশ বড় জায়গা, হেভি-ডিউটি সাসপেনশন। ফলে রাইডার সুরক্ষার সাথে মালপত্র গন্তব্যে পৌঁছে দিতে পারবেন।

KRIDN XR Electric Vehicle

KRIDN XR রেঞ্জ ও গতিবেগ

সংস্থা সূত্রে খবর, পুরোপুরি চার্জ থাকলে KRIDN XR ১০০ কিমি পথ অনায়াসে পাড়ি দিতে পারবে। মিড ড্রাইভ মোটর এবং সোয়াপেবল ব্যাটারি যুক্ত মোপেডটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার। এ বছর জুনের প্রথম দিকে লঞ্চের পরিকল্পনা করছে ওয়ান ইলেকট্রিক। জুলাই থেকে ডেলিভারি শুরু হতে পারে।

KRIDN XR ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ করা হবে। যেমন আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। লঞ্চের সময় সংস্থাটি তাদের বিক্রি বাড়াতে কৌশলগত অংশীদারিত্ব খোঁজের পরিকল্পনা করছে। সংস্থার প্রথম মডেল KRIDN ইলেকট্রিক মোটরসাইকেল মডেলটি ইতিমধ্যেই আফ্রিকার বেশ কয়েকটি দেশে জনপ্রিয়তা অর্জন করেছে।

এই প্রসঙ্গে ওয়ান ইলেকট্রিকের সিইও গৌরভ উপ্পল বলেন, “বিশ্বের একাধিক বাজারকে লক্ষ্য করে আমরা আমাদের পণ্য হাজির করব। KRIDN XR হল ভারত, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার যেমন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিনস ইত্যাদি দেশের জন্য আদর্শ। কয়েকটি দেশে প্রতি ঘন্টায় ৭০-৮০ কিমি নূন্যতম গ্রহণযোগ্য গতিবেগ হিসেবে ধার্য হয়। দ্রুত এই প্রয়োজনীয়তা মেটাতে আমরা আমাদের সিস্টেম এবং ডিজাইন মডিউলার প্রস্তুত রেখেছি।”