সারা বিশ্বে ৩ কোটি বিক্রি হয়েছে এই শাওমি রেডমি ফোন, আপনি কিসের অপেক্ষায়

Avatar

Published on:

কেবল ভারতে নয়, গ্লোবাল মার্কেটেও আধিপত্য বিস্তার করছে Xiaomi। এই মুহূর্তে গ্লোবাল মার্কেটে স্যামসাং, হুয়াওয়ে ও অ্যাপলের পর শাওমির স্থান। কোম্পানির Redmi Note 8 সিরিজ গ্লোবাল মার্কেটে এবার নতুন রেকর্ড গড়লো। কোম্পানির তরফে আজ জানানো হয়েছে রেডমি নোট ৮ সিরিজ সারা বিশ্বে ৩ কোটি ইউনিট বিক্রি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি সেলে উপলব্ধ হওয়ার ৫ মাসের মধ্যেই Redmi Note 8 সিরিজের ২ কোটি ইউনিট বিক্রি হয়েছিল।

শাওমি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং রেডমির জেনারেল ম্যানেজার লু উইবিং চীনের মাইক্রোব্লগিং সাইট Weibo তে একটি পোস্ট করেছিল। এই পোস্ট অনুযায়ী রেডমি নোট ৮ সিরিজকে সারা বিশ্ব পছন্দ করেছে। এই সিরিজে কোম্পানি দুটি ফোন লঞ্চ করেছিল – Redmi Note 8 এবং Redmi Note 8 Pro। যার দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে।

Xiaomi Redmi Note 8 স্পেসিফিকেশন, ফিচার :

রেডমি নোট ৮ ফোনটি বড় ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সঙ্গে লঞ্চ হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০% । ডিসপ্লের সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশনে রয়েছে। প্রসেসর এর কথা বললে এতে পাবেন কোয়ালকম স্নাপড্রাগণ ৬৬৫ প্রসেসর, যা আমরা Mi A3 তে দেখেছিলাম। এছাড়াও আছে অ্যাড্রেনো ৬৪০ জিপিইউ।

এই ফোনটি চারটি রিয়ার ক্যামেরা সঙ্গে এসেছে। যার প্রাইমারি সেনসর সনি আইএমএক্স ৫৮৬ এর সঙ্গে ৪৮ মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭৫। অন্যান্য ক্যামেরা গুলি হল ৮ মেগাপিক্সেলের ১২০ ডিগ্ৰী wide-angle সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফির জন্য এই ফোনে এফ/২.০ অ্যাপারচারের সাথে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

শাওমি রেডমি নোট ৮ ফোনটি ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে লাঞ্চ হয়েছে। যার সাথে ১৮ওয়াট চার্জার সাপোর্ট করবে। কানেকটিভিটির জন্য এই ফোনে পাবেন ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫এমএম হেডফোন জ্যাক, ফোরজি ভোল্টি ও ওয়াইফাই।

সঙ্গে থাকুন ➥