Samsung Galaxy M32 5G-র ভারতে আগমন ঘটছে, দেখা গেল সাপোর্ট পেজে

Avatar

Published on:

Samsung Galaxy M32 5G ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। কয়েক সপ্তাহ আগে এই ফোনটিকে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এছাড়া সম্প্রতি ফোনটির পারফরম্যান্স সংক্রান্ত তথ্য সামনে এসেছিল Geekbench থেকে। এখন স্যামসাংয়ের ভারতীয় ওয়েবসাইটের সাপোর্ট পেজে Galaxy M32 5G কে অন্তর্ভুক্ত করা হলো। ফলে ফোনটি যে আর কয়েকদিনের মধ্যেই ভারতে পা রাখবে তা নিশ্চিত।

Samsung Galaxy M32 5G কে খুঁজে পাওয়া গেল সাপোর্ট পেজে

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনটিকে SM-M326B/DS মডেল নম্বর সহ স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে DS এর অর্থ ডুয়েল সিম। এই একই মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি কে গিকবেঞ্চ ও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল।

Samsung Galaxy M32 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনটি ইতিমধ্যেই বাজারে উপলব্ধ গ্যালাক্সি এ৩২ ৫জি এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সেক্ষেত্রে এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যেতে পারে। আবার গিকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকতে পারে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচের ব্যাটারি।

Samsung Galaxy M32 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই ৩.০ সিস্টেমে চলবে।‌ ফটোগ্রাফির জন্য ফোনে দেখা যেতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার এফ/১.৮), ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এর সামনে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥