Samsung Duo: স্যামসাং আনল 35W পাওয়ার অ্যাডাপ্টর, সুপারফাস্ট স্পিডে চার্জ হবে ফোন, ল্যাপটপ সহ অনেক কিছু

Avatar

Published on:

বর্তমান সময়ে একাংশ স্মার্টফোন ইউজারই ফাস্ট চার্জিং প্রযুক্তির দিকে ঝুঁকছেন। আর তাদের চাহিদা মেটাতেই এবার Samsung, Duo নামের একটি ৩৫ ওয়াট (35W) ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টার লঞ্চ করেছে। এই অ্যাডাপ্টারটি স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য সুপারফাস্ট চার্জিং স্পিড সরবরাহ করবে। আসুন নতুন এই Samsung Duo পাওয়ার অ্যাডাপ্টার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই…

Samsung Duo-র ইউনিভার্সাল কম্প্যাটিবিলিটি

স্যামসাংয়ের নতুন পাওয়ার অ্যাডাপ্টার ডুও-তে ইউএসবি টাইপ-সি PD (পাওয়ার ডেলিভারি) ৩.০ ম্যাক্স ৩৫ ওয়াট এবং ইউএসবি-এ ম্যাক্স ১৫ ওয়াট চার্জিং ক্যাপাসিটিসহ সুপারফাস্ট চার্জিং সাপোর্ট প্রদান করে। সেক্ষেত্রে এটির ইউজাররা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ওয়্যারলেস ইয়ারবাড এবং স্মার্টওয়াচের মত ডিভাইসগুলি দ্রুত চার্জ করে সময় বাঁচাতে পারবেন। স্মার্টফোনের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই চার্জারটি ব্যবহার করা যাবে।

শুধু তাই নয়, এই ডুয়াল-পোর্ট চার্জারটি মাল্টি-চার্জিং অর্থাৎ, একসাথে দুটি ডিভাইসে হাই আউটপুট অর্থাৎ ফাস্ট চার্জিংয়ের সুবিধা দেবে। এর মধ্যে টাইপ-সি পোর্টের সাহায্যে ক্রেতারা তাদের গ্যালাক্সি স্মার্টফোনগুলি ৫০%-এরও কম সময়ে চার্জ করতে পারবেন৷ অন্যদিকে ইউএসবি টাইপ-এ পোর্টটি ব্র্যান্ডের অন্যান্য ডিভাইসগুলির সাথে সামঞ্জস্য বজায় রাখবে।

Samsung Duo-র দাম, প্রাপ্যতা

নতুন স্যামসাং ডুও পাওয়ার অ্যাডাপ্টারের দাম রাখা হয়েছে ২,২৯৯ টাকা। এটি রিটেল স্টোর, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com) এবং প্রধান প্রধান অনলাইন ই-কমার্স সাইটে উপলব্ধ।

সঙ্গে থাকুন ➥