প্রিপেইড ট্যারিফ শুল্ক বাড়ানোর জের, Reliance Jio-র আয় বাড়ল ৩.৩ শতাংশ

Avatar

Published on:

জিও প্ল্যাটফর্মের সহায়ক সংস্থা রিলায়েন্স জিও ইনফোকম, আজ অর্থাৎ ২১ জানুয়ারি জানিয়েছে যে, তারা গত বছরের শেষ ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ৩,৬১৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানিটির রেভিনিউ শেয়ারও ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ৩.৩ শতাংশ বেড়ে ১৯,৩৪৭ কোটি টাকা দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সিএনবিসি-টিভি১৮-এর রিপোর্টে এর আগে জানানো হয়েছিল, বিশ্লেষকরা ডিসেম্বর ত্রৈমাসিকে অনুমান করছে যে, জিও ১৯,৩৩০ কোটি টাকা রেভিনিউ ও ৩,৪৫১ কোটি টাকা নিট প্রফিট পেতে পারে। আজ সংস্থার তরফেও তথ্য শেয়ার করার পর বলা যায় বিশ্লেষকদের আনুমান অনেকটাই সত্যি ছিল।

Reliance Jio-র তরফে আরও জানানো হয়েছে, গত ত্রৈমাসিকে অপারেটিং মুনাফা ৫.৮ শতাংশ বেড়ে ৯,৫১৪ কোটি টাকা হয়েছে। একইভাবে, কোম্পানির অপারেটিং মার্জিন আগের ত্রৈমাসিকের ৪৮ শতাংশ থেকে বেড়ে ৪৯.২ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়াও, Reliance Jio-র ইউজার প্রতি গড় আয় ডিসেম্বরের ত্রৈমাসিকে ১৫১.৬ টাকায় পৌঁছেছে, যা গত ত্রৈমাসিকের তুলনায় ৫.৬ শতাংশ বেশি। আসলে ট্যারিফ শুল্ক বাড়ানোর জন্য সংস্থার ইউজার প্রতি গড় আয় বেড়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ডিসেম্বরের শেষে, সংস্থাটি প্রিপেইড ট্যারিফ ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। জানিয়ে রাখি, ডিসেম্বরের শেষে সংস্থার মোট গ্রাহক সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪২১ মিলিয়ন।

সঙ্গে থাকুন ➥