বড় ডিসপ্লে ও ব্যাটারি সহ আজ ভারতে লঞ্চ হবে Infinix Smart 4 Plus

Avatar

Published on:

আজ ভারতে আসছে ইনফিনিক্সের নতুন বাজেট ফোন Smart 4 Plus। ইনফিনিক্স ইতিমধ্যেই এই বছরে ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। আজ দুপুর ১২ টায় ইনফিনিক্স স্মার্ট ৪ প্লাস কে ভারতে আনা হবে। এই ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে পাওয়া যাবে। ফ্লিপকার্টে এই ফোনের জন্য ডেডিকেটেড একটি পেজ বানানো হয়েছে। যেখানে ফোনের বিশেষ বিশেষ ফিচারগুলি সামনে আনা হয়েছে। Infinix Smart 4 Plus ফোনের মুখ্য ফিচার হবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও বড় ড্রপ নচ ডিসপ্লে। আসুন ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম জেনে নিই।

Infinix Smart 4 Plus সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন:

ফ্লিপকার্ট দ্বারা পোস্ট করা একটি টিজার থেকে জানা গেছে ১০,০০০ টাকার রেঞ্জে আসা Infinix Smart 4 Plus ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। কোম্পানির দাবি এই ব্যাটারি ফুল চার্জে ৪৪ ঘন্টা মিউজিক, ৩৮ ঘন্টা ভয়েস কল, ২৩ ঘন্টা ভিডিও দেখতে দেবে। এছাড়াও ব্রাউজিং করলে ২৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

ইনফিনিক্স স্মার্ট ৪ প্লাসের ফিচারের কথা বললে এতে এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজুলেশন ১৬৪০ x৭২০ পিক্সেল। স্ক্রিনের সাইজ হতে পারে ৬.৮২ ইঞ্চি। এই এইচডিপ্লাস ডিসপ্লে ৩২০ পিপিআই ব্রাইটনেস প্রদান করবে। এই ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরার সাথে আসবে।

কয়েকদিন আগেই Infinix Smart 4 Plus কে গুগল প্লে কনসোলে দেখা গিয়েছিল। যেখানে ফোনটির মডেল নম্বর Infinix-X680D। সাইট থেকে দেখা গেছে, ফোনটি ৩ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। প্রসেসর হিসাবে এতে মিডিয়াটেক হেলিও পি ২২ চিপসেট ব্যবহার করা হবে।

সঙ্গে থাকুন ➥