Apple Smart Bottle: জলের বোতলের দাম নাকি ৫০০০ টাকা, অ্যাপল বলেই সম্ভব, বলছে নেটিজেনরা

Avatar

Published on:

Apple -এর প্রোডাক্ট তালিকায় আরো এক নতুন সংযোজন। সম্প্রতি মার্কিন মুলুকের কুপার্তিনো-ভিত্তিক এই সংস্থা বাজারে নয়া ‘স্মার্ট ওয়াটারবটল’ নিয়ে হাজির হয়েছে। আজ্ঞে হ্যাঁ, HidrateSpark -এর ব্র্যান্ডিং সহ প্রকাশ্যে আসা ১টি নয়, বরং মোট ২টি স্মার্ট ওয়াটারবটল বিক্রি করছে Apple, যারা এই মুহূর্তে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উপলব্ধ। কোম্পানির ওয়েবসাইট ছাড়াও সেখানকার (US) অ্যাপল রিটেইল স্টোর থেকেও আগ্রহীরা আলোচ্য স্মার্ট ওয়াটারবটলগুলি সংগ্রহ করতে পারবেন।

HidrateSpark স্মার্ট ওয়াটারবটলের দাম

আগেই বলেছি যে সদ্য হাইড্রেটস্পার্ক স্মার্ট ওয়াটারবটলের নতুন মোট ২টি ভ্যারিয়েন্ট অ্যাপল বাজারে এনেছে। এদের মধ্যে ‘The HidrateSpark Pro’ নামে উপলব্ধ নিম্নতম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯.৯৫ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৬০০ টাকা! এছাড়া ‘HidrateSpark Pro Steel’ নামে উপলব্ধ উচ্চতর ভ্যারিয়েন্ট কিনতে আগ্রহীদের খরচ করতে হবে পুরো ৭৯.৯৫ মার্কিন ডলার বা ভারতের মুদ্রায় প্রায় ৬,২০০ টাকা!

HidrateSpark স্মার্ট ওয়াটারবটলের কিছু বিশেষত্ব

হাইড্রেটস্পার্ক স্মার্ট ওয়াটারবটলের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য এটি ব্যবহারকারীর দৈনিক জলগ্রহণের পরিমাণ নজরে রাখার সাথেই সেই সংক্রান্ত তথ্য ব্লুটুথের মাধ্যমে প্রথমে তার ফোন এবং পরে অ্যাপল হেল্থ (Apple Health) -এ পৌঁছে দেবে। ২৪ ঘন্টা পর্যন্ত যে কোন পানীয় ঠান্ডা রাখতে সক্ষম এই বোতলগুলি সম্পূর্ণরূপে বিপিএ (BPA) মুক্ত। এছাড়া এগুলি ডিশওয়াশার থেকেও সুরক্ষা প্রদান করবে। এই বোতলের নিচের দিকে উপস্থিত এলইডি পাক (LED puck) ব্যবহারকারীর জলগ্রহণের হিসেব রাখবে। এর মাধ্যমেই সে সংক্রান্ত তথ্যগুলি অ্যাপল হেল্থে প্রেরিত হবে।

উল্লেখ্য, আলোচ্য স্মার্ট ওয়াটারবটলদ্বয়ের উচ্চতর অর্থাৎ HidrateSpark Pro Steel ভ্যারিয়েন্টটি বর্তমানে ২টি রঙের বিকল্পে (সিলভার ও ব্ল্যাক) পাওয়া যাবে। মাত্র ৩২ আউন্স ওজনের এই বোতলগুলিতে মোট ২টি মুখ রয়েছে, যাদের একটি ঢোক দিয়ে জলপানের পক্ষে উপযুক্ত। অপরটি থেকে ব্যবহারকারী স্ট্রয়ের দ্বারা জলপান করতে পারবেন। বর্তমানে এই প্রোডাক্ট ভারতের বাজারে উপলব্ধ নয়।

সঙ্গে থাকুন ➥