Hero MotoCorp ও BPCL জোট বেঁধে সারা দেশে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি করবে

দু’চাকার বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়তে জোট বাঁধার ঘোষণা করল হিরো মটোকর্প (Hero MotoCorp) এবং ভারত পেট্রলিয়াম (BPCL)৷ বস্তুত এই প্রথম দেশের মোটরগাড়ি শিল্পের কোনও অরিজিনানাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যৌথভাবে সারা দেশে ইলেকট্রিক টু-হুইলার চার্জ দেওয়ার স্টেশনের পরিকাঠামো তৈরি করবে৷

এ দিনের প্রেস বিবৃতিতে হিরো মটোকর্প এবং ভারত পেট্রলিয়াম জানিয়েছে যে, প্রথম পর্যায়ে দিল্লি ও বেঙ্গালুরু থেকে শুরু করে ন’টি শহরে চার্জিং স্টেশন গড়ে তোলার কাজ শুরু হবে৷ পরবর্তীতে তা দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে৷ হিরো তাড়াতাড়িই ওই দুই শহরে চার্জিং স্টেশনের পরিকাঠামো উন্নয়নে হাত দেবে৷

ডিসি ও এসি চার্জার ধরে প্রতিটি স্টেশনে একাধিক পোর্ট রাখা হবে৷ এবং তার মাধ্যমে যে কোনও ধরনের দু’চাকার বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়া যাবে৷ ব্যাটারি কতটুকু চার্জ হচ্ছে, সম্পূর্ণ চার্জ হতে কতক্ষণ বাকি, তার সমস্ত হালহকিকত একটি মোবাইল অ্যাপে দেখা যাবে৷ আবার অনলাইনেই পেমেন্টের ব্যবস্থা থাকবে৷

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ভারত পেট্রলিয়াম ঘোষণা করেছিল, তারা বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার ৭০০০টি স্টেশন খোলার পরিকল্পনা করেছে৷ সংস্থার তরফে আরও বলা হয়েছিল, দেশে তাঁদের মোট ১৯,০০০ পেট্রল পাম্পের মধ্যে ৭০০০টিতে আগামী কয়েক বছরের মধ্যে চার্জ দেওয়ার পরিকাঠামো (এনার্জি স্টেশন) তৈরি করা হবে৷ ফলে সুদূর ভবিষ্যতে প্রথাগত জ্বালানির বাজার পড়তে শুরু করলে সহজেই ঝুঁকি ও লোকসান এড়ানো যাবে৷

অন্য দিকে, দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী হিরো মটোকর্পের নজর এবার বৈদ্যুতিক যানবাহনে৷ সবকিছু ঠিকঠাক তাহলে চলতি বছরের প্রথমার্ধেই সংস্থার ব্যাটারিচালিত স্কুটার বাজারে পা রাখবে৷ গত বছর সংস্থার দশতম বর্ষপূর্তি (হন্ডার সাথে পৃৃথকভাবে) উপলক্ষ্যে তার কনসেপ্ট (Concept) মডেলের চেহারার একঝলক দেখা গিয়েছিল৷ যদিও হালে ই-স্কুটারটির সম্পর্কে নতুন কোনও আপডেট পাওয়া যায়নি৷

এটুকু স্পষ্ট, চার্জ দেওয়ার স্টেশনের অভাব যাতে হিরোর ইলেকট্রিক স্কুটার কেনার পথে অন্তরায় না হয়ে দাঁড়ায়, দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল সংস্থার হাত ধরে তার আগাম প্রস্তুতিও সেরে রাখল তারা৷ তবে শুধু চার্জিং স্টেশন নয়, ব্যাটারি বদলের স্টেশন খুলতে ইতিমধ্যেই তাইওয়ানের সংস্থা গোগোরো (Gogoro)-কে পার্টনার করে নিয়েছে হিরো মটোকর্প৷ বৈদ্যুতিক যানবাহনের সহায়ক পরিবেশ গড়ে তুলতে যৌথ ভাবে কাজ করবে দুই সংস্থা পাশাপাশি হিরো মোটোকর্পের আসন্ন দু’চাকার বৈদ্যুতিক গাড়িতে গোগোরো-র অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়সাধন করা হবে।

হিরো মটোকর্প তাদের ইলেকট্রিক স্কুটারের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে খুব সম্ভবত ভিডা (Vida) নাম ব্যবহারের প্রতি ঝুঁকতে পারে৷ ভিডা সংস্থার সাব-ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা প্রবল৷ সহযোগী সংস্থার জন্য মোট ছ’টি নামের জন্য নথিভুক্তকরণ সেরে রেখেছে তারা৷ তার মধ্যে প্রতিটি নাম শুরু ‘ভিডা’ (Vida) দিয়ে৷ নামগুলি হল, ভিডা ইলেকট্রিক (Vida Electric), ভিডা ইভি (Vida EV), ভিডা মোবিলিটি (Vida Mobility, ভিডা মোটোকর্প (Vida MotoCorp), ভিডা মোটরসাইকেল (Vida Motocycle), এবং ভিডা স্কুটার (Vida Scooter)।