OnePlus Nord Wired: তারযুক্ত হেডফোনেও অভিনব ফিচার, লঞ্চ হল ওয়ানপ্লাস নর্ড ওয়্যার্ড

আন্তর্জাতিক বাজারে লঞ্চ হল ৩.৫ এমএম কানেক্টর সহ OnePlus সংস্থার নতুন ওয়্যার্ড ইয়ারফোন, যার নাম OnePlus Nord Wired ইয়ারফোন। নতুন এই ইয়ারফোনে রয়েছে ৯.২ এমএম ড্রাইভার এবং ০.৪২ সিসি সাউন্ড। ডিজাইনের দিক থেকে এটি সংস্থার বুলেট ওয়্যারলেস জেড ইয়ারফোনের সমতুল্য এবং সোল ব্ল্যাক কালার অপশনে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন OnePlus Nord Wired ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

OnePlus Nord Wired ইয়ারফোনের দাম ও লভ্যতা

আপাতত ইউরোপ এবং ইউকে-র বাজারে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ওয়্যার্ড ইয়ারফোন। তবে কবে এটি নর্থ আমেরিকা ও এশিয়ার বাজারে উপলব্ধ হবে তা এখনো জানা যায়নি। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রীয় বাজারে এই ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১৯.৯৯ ইউরো ( প্রায় ১,৬৩০ টাকা )। কেবলমাত্র ব্ল্যাক কালার অপশনে নতুন ইয়ারফোনটি আসলেও এর সঙ্গে দেওয়া হচ্ছে তিনটি ভিন্ন সাইজের সিলিকনের ইয়ারটিপ।

OnePlus Nord Wired ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত ওয়ানপ্লাস নর্ড ওয়্যার্ড ইয়ারফোন ৯.২ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। তার সাথেই রয়েছে ০.৪২ সাউন্ড ক্যাভিটি। তাছাড়া এটি আগে লঞ্চ হওয়া বুলেট ওয়্যারলেস জেড ইয়ারফোনের মতই দেখতে। এটি একটি স্টাডি এবং ক্লিন লুক অফার করবে।

অন্যদিকে, নর্ড ওয়্যার্ড ইয়ারফোনে রয়েছে ইনলাইন মাইক্রোফোন। তাছাড়া ব্যবহারকারী এর পাওয়ার বাটন, ভলিউম আপ এবং ডাউন বাটন প্রেস করে ইয়ারফোনটিকে নিয়ন্ত্রন করতে পারবেন।

তাছাড়া সহজে বহন করার জন্য এবং সুবিধাজনক অডিও কন্ট্রোলের জন্য ইয়ারফোনের প্রতিটি ইয়ারবাডে চুম্বক উপলব্ধ, যা দুটি ইয়ারফোনকে একসঙ্গে জুড়ে থাকতে সাহায্য করবে। সেক্ষেত্রে মিউজিক শোনার সময় ইয়ারবাড দুটিকে একসঙ্গে জুড়ে দিলে ইয়ারফোনটি স্বয়ংক্রিয়ভাবে পজ হয়ে যাবে। আবার একটি ইয়ারবাড থেকে আরেকটি ইয়ারবাডকে আলাদা করলে নিজে থেকে গান চলতে শুরু করবে।

তদুপরি, OnePlus Nord Wired ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ৩.৫ এমএম অডিও জ্যাক। সংস্থাটি দাবি করেছে, তাদের কোম্পানির নিজস্ব স্মার্টফোনের সাথে ৩.৫ এমএম অডিও জ্যাকের মাধ্যমে ইয়ারফোনটি সবচেয়ে ভালো কাজ করবে। তবে অন্যান্য ৩.৫ এমএম অডিও পোর্টযুক্ত ডিভাইসের সঙ্গেও ইয়ারফোনটি সামঞ্জস্যপূর্ণ। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য OnePlus Nord Wired ইয়ারফোন IPX4 রেটিংসহ এসেছে।