Smartphone overheat: এই কারণে মোবাইল ফোন দ্রুত গরম হচ্ছে, সমাধান জেনে নিন

বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস হল স্মার্টফোন (Smartphone)। কাছের মানুষের সাথে যোগাযোগ স্থাপনের থেকে শুরু করে অফিস মিটিং, অনলাইন শপিং বা ডিজিটাল পেমেন্ট সব কিছু করার মূলাধারই হল এই স্মার্ট যন্ত্রটি। তবে রক্ষকই যদি কোনো দিন ভক্ষক হয়ে যায় তাহলে কি করবেন? এমনটা বলার কারণ, গত ৬ মাসের ভিতর OnePlus ব্র্যান্ডের Nord সিরিজ অন্তর্গত মিড-রেঞ্জ ফোনে আগুন ধরার বেশ কয়েকটি রিপোর্ট সামনে এসেছে। এর আগেও, বহুবার স্মার্টফোন ব্লাস্ট সংক্রান্ত এবং তার প্রভাবে ব্যবহারকারীর শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার খবর সংবাদের শিরোনাম হয়েছে। এক্ষেত্রে, একটি স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার অন্যতম মূল কারণ হল ব্যাটারি জনিত সমস্যা। ব্যাটারি অত্যাধিক গরম হয়ে গেলে ফোন বিস্ফোরিত হয়ে তাতে আগুন ধরে যায়। এতে ফোন তো নষ্ট হয়ই, সাথে ব্যবহারকারীরও প্রাণশঙ্কা থাকে। তবে প্রতিবারই ফোন গরম হওয়ার কারণ যে ব্যাটারি, তা কিন্তু নয়। দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে বা ফোনের প্রসেসরের উপর অতিরিক্ত চাপ পরার কারণেও ওভার-হিটিংয়ের সমস্যা দেখা দিতে পারে। আপনার মুঠো-বন্দি মোবাইলও যদি মাত্রাতিরিক্ত তপ্ত হয়ে যায়, তাহলে সেই পরিস্থিতিতে কী করা উচিত এবং কি কারণে এরূপ সমস্যা দেখা দেয় তা জেনে নিন আমাদের এই প্রতিবেদন থাকে।

ওভার-হিটিংয়ের সমস্যা রোধ করতে টেক সংস্থাগুলি অফার করে নানাবিধ কুলিং সিস্টেম টেকনোলজি (Cooling system to prevent overheating)

স্মার্টফোনের গরম হওয়া খুবই স্বাভাবিক একটা ঘটনা, সে মডেলটি পুরোনো হোক বা ব্র্যান্ড-নিউ। কিন্তু, ওভার-হিটিংয়ের সময় একটা সীমা পেরিয়ে গেলে বা অনেক্ষন যাবৎ ফোনটি গরম থাকলে, তা ডিভাইসে বিশেষত ব্যাটারিতে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তাই, স্মার্টফোন নির্মাতার তাদের ডিভাইসকে অতিরিক্ত গরম হওয়ার থেকে বাঁচাতে, বিভিন্ন ধরনের কুলিং সিস্টেম অফার করে থাকে।

স্মার্টফোন গরম হওয়ার কারণ তালিকা (Reasons why mobile phones overheat)

স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পেছনে নানাবিধ কারণ-গুচ্ছ বিদ্যমান। তবে, আমরা অনেকেই মনে করি যে, ব্যাটারিতে সমস্যা থাকলেই এমনটা হয়। জানিয়ে রাখি, ব্যাটারি বাদেও প্রসেসর জনিত সমস্যার জন্যও ওভার-হিটিং দেখা দিতে পারে। যেমন, ফোনের ক্যামেরা বেশিক্ষণ ব্যবহার করা হলে, অনেকক্ষণ ধরে গেম খেলা হলে, ফোনের ব্রাইটনেস বাড়িয়ে ব্যবহার করলে বা এক সঙ্গে একাধিক অ্যাপ চালানো হলে, ফোনের প্রসেসরে প্রচন্ড চাপ পরে। এমত পরিস্থিতিতে, ফোনের অনেকগুলি কম্পোনেন্ট একসাথে কাজ করার দরুন, হ্যান্ডসেট গরম হতে শুরু করে।

এছাড়াও, স্মার্টফোন বেশি গরম হওয়ার ক্ষেত্রে অনেক সময় মোবাইল ফোনের আপডেটেড সফ্টওয়্যার এবং বাগ বা ম্যালওয়্যার দায়ী থাকে। কেননা, ম্যালওয়্যার বা বাগ সহ সফ্টওয়্যারগুলি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়িয়ে দেয়। যার দরুন, ফোন অতিরিক্ত গরম হতে শুরু করে।

তদুপরি, আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, চার্জ করা কালীন স্মার্টফোন খুব তপ্ত হয়ে থাকে। সেক্ষেত্রে, জানিয়ে রাখি চার্জিংয়ের সময়ে এরূপ ফোনের তাপমাত্রা বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক। তবে, কিছু ব্যতিক্রমী কেসে, ব্যাটারি, চার্জিং কেবল বা চার্জিং অ্যাডাপ্টারের ত্রুটির কারণেও ওভার-হিটিংয়ের সমস্যার দেখা দিয়ে পারে। এছাড়া, ফোনের ইন্টারনাল ত্রুটির কারণে ফোনটি অতিরিক্ত গরম হতে পারে। যার ফলস্বরূপ, হ্যান্ডসেট ব্লাস্ট বা খারাপ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

নিম্নলিখিত পদ্ধতি অনুসরণে স্মার্টফোনের ওভার-হিটিংয়ের সময় আটকান (Prevent smartphone overheating issue by following the below process)

১. দীর্ঘক্ষণ ধরে ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন।

২. প্রয়োজন না হলে – লোকেশন, ওয়াই-ফাই এবং ব্লুটুথের মতো ফিচারগুলি বন্ধ রাখুন৷

৩. ফোনকে আপডেটেড এবং নিরাপদ রাখতে, লেটেস্ট সফ্টওয়্যার এবং অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। এক্ষেত্রে, আপনারা ম্যালওয়্যার ঘটিত বিপদ এড়াতে Malwarebytes -এর মতো টুল ব্যবহার করতে পারেন৷

৪. চার্জ করার জন্য ফোনের আসল পাওয়ার অ্যাডাপ্টার বা চার্জার ব্যবহার করুন।

৫. সরাসরি সূর্যের আলোতে ফোন রাখা এড়িয়ে চলুন।

৬. উপরিউক্ত প্রতিটি ধাপ অনুসরণের পরও যদি ফোনটি ক্রমাগত অতিরিক্ত গরম হতে থাকে, তবে এটিকে আপনার নিকটবর্তী পরিষেবা কেন্দ্রে (সার্ভিস সেন্টার) নিয়ে যান।