Honda NX500: নতুন বছরে হোন্ডার প্রথম বাইক লঞ্চ হল দেশে, কিনতে কত খরচ হবে দেখুন

অবশেষে ভারতের অ্যাডভেঞ্চারপ্রেমী বাইকারদের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের বাজারে পা রাখল Honda NX500 ADV। দাম রাখা হয়েছে ৫.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)। গত বছর মিলান মোটরসাইকেল শো-তে এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইটি প্রথম উন্মোচিত হয়েছিল। ভারতে CB500X-এর পরিবর্ত হিসাবে এসেছে NX500। হোন্ডার BigWing ডিলারশিপ থেকে বিক্রি করা হবে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে এবং ডেলিভারি আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে চালু হবে বলে জানিয়েছে কোম্পানি

Honda NX500: ইঞ্জিন ও গিয়ারবক্স

Honda NX500 একটি ৪৭১ সিসি লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিনে দৌড়াবে। এই একই ইঞ্জিন CB500X-এও উপলব্ধ ছিল। এটি থেকে ৮,৬০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৪৩ এনএম টর্ক উৎপন্ন হবে। ৬-গতির গিয়ারবক্সের সাথে থাকছে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

Honda NX500 : হার্ডওয়্যার

হার্ডওয়্যার হিসেবে NX500-এ ৪১ মিমি SFF-BP আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও ফাইভ-স্টেপ প্রি-লোড অ্যাডজাস্টেবল মোনোশক রিয়ার সাসপেনশন বর্তমান। ছুটবে ১৯ ইঞ্চি ফ্রন্ট ও ১৭ ইঞ্চি রিয়ার অ্যালয় হুইল। ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ২৯৬ মিমি ও পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। বাইকটির মাটি থেকে সিটের উচ্চতা ৮৩০ মিমি। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৭.৫ লিটার।

Honda NX500 : ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে Honda NX500-এ রয়েছে একটি ৫- ইঞ্চি টিএফটি স্ক্রিন। এতে ট্যাকোমিটার, ক্লক, স্পিডোমিটার এবং গিয়ার শিফ্ট ইন্ডিকেটর ভেসে উঠবে। অল এলইডি লাইটিং সহ বাইকটিতে রয়েছে এমার্জেন্সি স্টপ সিগন্যাল এবং Honda RoadSync ফাংশনালিটি।