Samsung Galaxy XCover Pro 2 দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর আসছে, ফাঁস হল রেন্ডার ও স্পেসিফিকেশন

স্যামসাং ২০২০ সালে বাজারে উন্মোচন করে তাদের Galaxy XCover Pro স্মার্টফোনটি। এই ডিভাইসটি সংস্থার নিজস্ব Exynos 9611 প্রসেসর ও ২৫ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ বাজারে উপলব্ধ রয়েছে। তবে এই ফোনটির লঞ্চের পর প্রায় দু’বছর কেটে গেলেও, ব্র্যান্ডটি এর উত্তরসূরি হিসেবে কোনও ডিভাইস বাজারে আনেনি। কিন্তু খুব শীঘ্রই Samsung Galaxy XCover Pro-এর উত্তরসূরির জন্য স্যামসাং অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে বলেই মনে করা হচ্ছে। কারণ এবার নয়া Samsung Galaxy XCover Pro 2-এর কয়েকটি ৫কে (5K) রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে, যা এর ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে৷

সামনে এল Samsung Galaxy XCover Pro 2- এর রেন্ডার

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার প্রো ২-এ পূর্বসূরির মতোই রাগড ডিজাইন দেখতে পাওয়া যাবে। এই ডিভাইসটিতে ৬.৫৬ ইঞ্চির ইনফিনিটি-ভি ডিসপ্লে থাকবে এবং এটি মূলত একটি ওয়াটার-ড্রপ নচ প্যানেল হবে, যার মডার্ন অ্যাসপেক্ট রেশিও থাকা সত্ত্বেও, চারদিকে কিছু বেশ পুরু বেজেল পরিলক্ষিত হবে।

এছাড়াও, জানা গেছে এই স্যামসাং গ্যালাক্সি এক্সকভার প্রো ২ এর পরিমাপ হবে ১৬৯.৫ x ৮১.১ x ১০.১ মিলিমিটার। অতিরিক্ত নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে এবং ফোনটির ডানদিকে, ভলিউম রকারটি উপস্থিত থাকবে।

প্রসঙ্গত, পূর্বসূরীর সাথে তুলনা করলে, Samsung Galaxy XCover Pro 2 মডেলটি আসবে ৫জি কানেক্টিভিটি সহ এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি বা এক্সিনস ১২৮০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে৷ স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সিস্টেম এবং সামনে একটি সিঙ্গেল ক্যামেরা দেওয়া হবে। তবে সেন্সরগুলি কত রেজোলিউশনের হবে, তা এখনও জানা যায়নি। ডিভাইসটির উপরিভাগে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং নীচের অংশে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট দেখতে পাওয়া যাবে৷ এতে একটি রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে এবং Samsung Galaxy XCover Pro 2 লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

তবে, উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ছাড়াও, এই আপকামিং স্যামসাং ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন এখনও অজানাই রয়েছে। যদিও আশা করা যায়, লঞ্চের সময় যত এগিয়ে আসবে ততই নানান সার্টিফিকেশন সাইট ও বিভিন্ন টিপস্টার সূত্রে আসন্ন Samsung Galaxy XCover Pro 2 সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসবে।