জলরোধী নয় আইফোন, ভুয়ো প্রচারের কারণে ১২ মিলিয়ন ডলার জরিমানা Apple কে

বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি Apple-কে এবার গুনতে হচ্ছে ১২ মিলিয়ন ডলার (১০মিলিয়ন ইউরো) জরিমানা! সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আইফোন ডিভাইস সম্পর্কে মিথ্যাচার করার জন্য Apple-কে প্রায় ১২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলেছে AGCM নামের ইতালিয়ান কম্পিটিশন অথরিটি। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যান্ডের আইফোনগুলি জলরোধী অর্থাৎ ওয়াটার রেসিন্ট্যান্ট হিসেবে প্রচার করা হলেও এই দাবি বিভ্রান্তিমূলক। আর সেই কারণেই ইতালীয় সংস্থার রোষ নজরে পড়েছে Apple।

AGCM একটি প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাপলের যথেষ্ঠ সমালোচনা করেছে বলে জানা গিয়েছে। ইতালিয়ান কম্পিটিশন অথরিটির দাবি ২০১৭ সালে বাজারে আসা iPhone 8 এবং 8+ মডেলদুটিতে জল প্রতিরোধকারী কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়নি। সাধারণত এই আইফোন মডেলগুলি জলে চার মিটার অবধি গভীরতায় ৩০ মিনিট অবধি অক্ষত অবস্থায় থাকতে পারে বলে দাবি করে নির্মাতা সংস্থা। কিন্তু AGCM জানিয়েছে, পরীক্ষাগারে স্থির ও বিশুদ্ধ জল দিয়ে পরীক্ষা নিরীক্ষার সময় আইফোনের এই বৈশিষ্ট্য কার্যকর। কিন্তু স্বাভাবিক অবস্থায় অর্থাৎ ইউজাররা যখন এই ডিভাইসগুলি ব্যবহার করেন তখন এই জল প্রতিরোধকারী বৈশিষ্ট্যটি ততটাও কার্যকরী হয় না।

AGCM আরো জানিয়েছে যে, অ্যাপলের iPhone 8, iPhone 8+, iPhone XR, iPhone XS, iPhone XS Max, iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max মডেলগুলির ক্ষেত্রে এই ধরণের ইস্যু দেখা গেছে। এই ফোনগুলিতে জল-জনিত কোনো ক্ষতির ওপর ওয়ারেন্টি পরিষেবা দেয়না অ্যাপল। অথচ অ্যাপল, এগুলিকে জল প্রতিরোধ হিসেবে বিপণন করে। তাই ভুয়ো প্রচারের জন্য ক্ষতিপূরণ দিতে হবে মার্কিনি সংস্থাটিকে।

তবে অ্যাপল যে প্রথমবার এই ধরণের অস্বস্তির মুখে পড়ল এমনটা নয়! কয়েক বছর আগে ব্যাটারিগেট কেলেঙ্কারিতে জড়িয়েছিল এই প্রযুক্তি সংস্থাটি। অভিযোগ ছিল ইউজারদের কোনো সতর্কতা না দিতেই পুরনো আইফোনের পারফরম্যান্স ধীর করে দিয়েছিল অ্যাপল। এই কারণে ওই সময় সংস্থাটির ওপর প্রায় ১০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।