Pulsar NS400: অপেক্ষার অবসান! 3 মে লঞ্চ হবে 400 সিসির প্রথম পালসার, জানাল Bajaj

বিগত কয়েক বছর ধরেই 400 সিসির পালসার বাজারে লঞ্চ হওয়া নিয়ে নানান জল্পনা শোনা যাচ্ছিল। Bajaj Pulsar 400-র নাম একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এলেও লঞ্চ কবে হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না। এবারে সেটিই নিশ্চিত করল বাজাজ অটো (Bajaj Auto)। আগামী 3 মে, 2024-এ সবচেয়ে বড় Pulsar লঞ্চের কথা ঘোষণা করেছে বাজাজ। এমনকি নামকরণ কী হবে, তাও জানানো হয়েছে। Pulsar NS400 নামেই বাজারে আসবে বাইকটি।

Bajaj Pulsar NS400 লঞ্চ হচ্ছে 3 মে

নামে ‘NS’ থাকার কারণে অনুমান করা হচ্ছে এতে Pulsar NS200-এর ফ্রেম ব্যবহার করা হবে। যা একটি পেরিমিটার ফ্রেম। সঙ্গে থাকবে আপ সাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে দু’চাকায় ডিস্ক ব্রেক মিলবে। Pulsar N250 বা NS200-এর থেকে হার্ডওয়্যার নেওয়া হতে পারে এতে।

ফিচার্সের প্রসঙ্গে বললে, Pulsar NS400-এ থাকবে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সহ তিনটি রাইডিং মোড – রেইন, রোড এবং অন/অফ। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার নিয়ন্ত্রণের জন্য থাকতে পারে নতুন সুইচ গিয়ার। এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি ও ইউএসবি পোর্টের দেখা মিলবে। নতুন ক্লাস্টারে ভেসে উঠবে ফুয়েল কনজাম্পশন, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি এবং গিয়ার পজিশন সর্ম্পকিত তথ্য।

প্রসঙ্গত, Pulsar NS400-এর ইঞ্জিন পারফরম্যান্স সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। Dominar 400 ও পুরনো প্রজন্মের KTM 390 Duke-এর 373 সিসি ইঞ্জিন ব্যবহার হতে পারে পালসার 400-এ। আবার KTM 390 Duke-এর নতুন প্রজন্মের 399 সিসি ইঞ্জিন থাকতে পারে এই বাইকে।