BMW C400 GT: ভারতের আধুনিকতম এই স্কুটারের লঞ্চ কবে, ফিচার কেমন, জানুন একটি ক্লিকে

ট্রু-ম্যাক্সি স্কুটারের সংজ্ঞা কি, Yamaha Aerox 155 সম্প্রতি ভারতে লঞ্চ হওয়ার পর তা টের পেয়েছেন বাইকপ্রেমীরা। এবার সেই বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে BMW C400 GT-এর হাত ধরে। এই প্রথম ভারতে ম্যাক্সি-স্কুটার আনছে BMW। আগামী ১২ অক্টোবর মডেলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। তার আগে একটি টিজার ভিডিও ছাড়ল সংস্থা। তাতে একঝলকে BMW C400 GT-এর স্পোর্টি ডিজাইন ও কয়েকটি প্রিমিয়াম ফিচার দেখানো হয়েছে।

BMW C400 GT: মেকানিক্যাল স্পেসিফিকেশন

বিএমডব্লু সি৪০০ জিটি-তে ৩৫০ সিসি-র ওয়াটার কুল্ড ইঞ্জিন রয়েছে, যা ৭,৫০০ আরপিএম গতিতে ৩৪ পিএস পাওয়ার এবং ৫,৭৫০ আরপিএম গতিতে ৩৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। প্রসঙ্গত, এই প্রথম ভারতে এত বড় ইঞ্জিন ক্যাপাসিটির স্কুটারের আসছে। বিএমডব্লু সি৪০০ জিটি-এর সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ১৩৮ কিমির কাছাকাছি, ইঞ্জিনের সাথে রয়েছে সিভিটি গিয়ারবক্স।

বিএমডব্লিউ সি৪০০ জিটি-এর ২০২১ ভার্সনে অন্যতম তাৎপর্যপূর্ণ আপডেট হল ই-গ্যাস (e-gas) সিস্টেম। নতুন মডেলের সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ই-গ্যাস সিস্টেম যুক্ত হয়েছে, যা মূলত থ্রোটল-বাই-ওয়্যার সিস্টেমের আপডেটেড রূপ। স্কুটারটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন ও ডুয়েল শক অ্যাবজর্ভার আছে। যা ভাল রাইড/হ্যান্ডলিং ব্যালান্স অফার করবে৷ সেফটির জন্য দেওয়া হয়েছে এবিএস এবং ডুয়েল ডিস্ক ব্রেক (ফ্রন্ট) ও সিঙ্গেল ডিস্ক ব্রেক (রিয়ার)। বিএমডব্লিউ সি ৪০০ জিটি ১৫ ইঞ্চি (সামনে) ও ১৪ ইঞ্চির (পিছনে) হুইলে দৌড়য়।

BMW C400 GT: ফিচার

BMW C400 GT ম্যাক্সি-স্কুটারের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি-সহ টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, কীলেস অ্যাক্সেস, ইউএসবি চার্জিং সকেট, স্টেবিলিটি কন্ট্রোল, এবং স্টেইনলেস স্টিলের এগজস্ট পাইপ।

প্রসঙ্গত, BMW C400 GT আর্ন্তজাতিক বাজারে হিটেড গ্রিপ, হিটেড সিট, এবং অ্যান্টি-থেফ্ট এলার্ম ফিচারের সাথে উপলব্ধ৷ যদিও ম্যাক্সি-স্কুটারটির ভারতীয় ভার্সনে এই ফিচারগুলি থাকবে কি না, তা স্পষ্ট নয়।

BMW C400 GT: দাম

দেশজুড়ে বিএমডব্লু মোটোর‌্যাডের ডিলাররা সি৪০০ জিটি-এর বুকিং নেওয়া শুরু করেছেন। অফিসিয়ালভাবে এখনও দাম জানা যায়নি৷ তবে এটির দাম ৬.৫ লাখ টাকার আশাপাশে থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন