চমকে দিল Xiaomi, Mi Band 6 থেকে উত্তর দেওয়া যাবে এসএমএস ও কলের

গত মার্চের শেষে একগুচ্ছ স্মার্টফোনের সাথে Xiaomi তার ‘Mi Band 6’ নামক লেটেস্ট ফিটনেস ট্র্যাকার ব্যান্ড লঞ্চ করেছে। এরপর থেকে এই বিশেষ উইয়ারেবল (পরিধানযোগ্য) ডিভাইসটি চীনে সহ একাধিক বাজারে পা রেখেছে। রিপোর্ট অনুযায়ী, লঞ্চের এক মাসের মধ্যে প্রায় দশ মিলিয়ন ইউনিট স্মার্টব্যান্ডের শিপিং করেছে চীনা টেক জায়ান্ট সংস্থাটি। সেক্ষেত্রে প্রায় দুই মাস পরে, ডিভাইসটি এখন একটি নতুন ফার্মওয়্যার আপডেট পাবে বলে জানা গিয়েছে। এই আপডেটে Mi Band 6-এ একটি দীর্ঘ প্রতীক্ষিত ফিচার জুড়বে এমনটাই দাবি সূত্রের।

অবগতির জন্য বলে রাখি, উক্ত আপডেটটি Mi Band 6-এর লঞ্চ পরবর্তী প্রথম আপডেট নয়; আত্মপ্রকাশের কিছুদিন পরেই ব্যান্ডটি স্লিপ অর্থাৎ ঘুম ট্র্যাকিংয়ের ফিচারযুক্ত একটি ফার্মওয়্যার আপডেট পেয়েছে। তবে এখন Xiaomi, এটির জন্য যে ফার্মওয়্যার আপডেটটি (ভার্সন ১.০.১.৩২) রোলআউট করেছে তার সাহায্যে ইউজাররা উইয়ারেবল ব্যান্ড থেকেই কানেক্টেড ডিভাইসের মেসেজের উত্তর দিতে সক্ষম হবেন। আবার এই লেটেস্ট আপডেটটি Mi Fit v5.1.0 সাপোর্টসহ আসছে; ফলত নতুন ফার্মওয়্যারটি ইনস্টল করার পর ইউজারদের Mi Fit অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর, গেট অ্যাপ, এমআই (Mi) অ্যাপ্লিকেশন স্টোর বা অ্যাপল (Apple) অ্যাপ স্টোর থেকে সেটিকে আপডেট করতে হবে।

আগেই বলেছি, Mi Band 6-এর নতুন আপডেটটি ইউজারদের ফিটনেস ব্যান্ড থেকেই টেক্সট মেসেজের রিপ্লাই দিতে পারবেন। কিন্তু ঠিক কিভাবে এই ফিচারটি কাজ করবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আপডেট সংক্রান্ত অফিসিয়াল লগ দেখে অনেকে মনে করছেন এই বিশেষ বৈশিষ্ট্যটি কেবল চীনা ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যেখানে ইউজাররা কেবল ইনকামিং মেসেজ এবং কলগুলির জবাব দিতে সক্ষম হবেন।

সংস্থার অফিসিয়াল লগ অনুযায়ী, নতুন ১.০.১.৩২ আপডেটের পর ব্যান্ডটিতে আরো যে সব ফিচার দেখা যাবে, তার মধ্যে উল্লেখযোগ্য হল – পমোডোরো (Pomodoro) ফাংশন, আউটডোর রানিংয়ের জন্য নতুন পেস গোল (pace goal) সেটিং অপশন এবং নতুন ট্রানজিট পাস (Greentown পাস, Ganzhou পাস, Shaoxing পাস)। এছাড়া এই আপডেটের সাথে কিছু বাগ ফিক্স হবে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন