তথ্য ফাঁস হওয়া থেকে বাঁচাবে মাস্কড আধার কার্ড, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কোভিড-১৯ -এর ভ্যাকসিন নেওয়া, আধার কার্ড (Aadhaar Card) এর দরকার এখন সব জায়গায়। তাই এহেন প্রয়োজনীয় পরিচয়পত্রটি হারিয়ে গেলে আমরা মুশকিলে পড়তে পারি। সেইজন্য আমরা অনেকেই e-Aadhaar ডাউনলোড করে রাখি। তবে বিভিন্ন জায়গায় ব্যবহারের ফলে কোনোভাবে আপনার আধার কার্ডের নম্বর কেউ জেনে যেতে পারে এবং অসাধু কাজে ব্যবহার করতে পারে। তাই, ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অফ ইন্ডিয়া’ ওরফে UIDAI, এই দরকারি ডকুমেন্টটিকে সুরক্ষিত রাখতে ‘Masked Aadhaar Card’ নামক একটি বিশেষ বিকল্প উপলব্ধ করেছে। এই বিকল্পের অধীনে যদি আধার কার্ড ডাউনলোড করা হয়, তাহলে দেখা যাবে কার্ডে ১২টি ডিজিটের মধ্যে শুধুমাত্র শেষ ৪টি ডিজিট দৃশ্যমান থাকছে। ফলত, কার্ড নম্বরটি অসম্পূর্ণ থাকার কারণে আপনার আধার কার্ডের তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনাও কম। তাই আজ আমরা আপনাদের মাস্কড আধার কার্ড কী এবং এটিকে কীভাবে ডাউনলোড করতে হয় সে সম্পর্কে জানাবো।

কী এই Masked Aadhaar Card

আপনি যখন আপনার e-Aadhaar -টিকে UIDAI -এর ওয়েবসাইট থেকে অনলাইনে ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে ২টি বিকল্প দেওয়া হবে। এর মধ্যে প্রথমটি হলো, রেগুলার আধার কার্ড অপশন এবং দ্বিতীয়টি হলো, মাস্কড আধার কার্ড অপশন। এই দুটি অপশনের মধ্যে পার্থক্য শুধু একটাই। রেগুলার আধার কার্ডে ১২টি ডিজিট যুক্ত নম্বরকে প্রদর্শন করা হয়, কিন্তু মাস্কড আধার কার্ডে ১২টি ডিজিটের বদলে শুধু শেষ ৪টি ডিজিট দৃশ্যমান থাকে (উদা : xxxx-xxxx-১২৩৪)। তাই মাস্কড আধার কার্ড রেগুলার আধারের তুলনায় অনেকাংশে সুরক্ষিত। আর যেহেতু UIDAI দ্বারা এই মাস্কড আধার কার্ডটিকে প্রদান করা হয়, তাই এটির গ্রহণযোগ্যতা সম্পর্কেও আপনাকে চিন্তা করতে হবে না।

কীভাবে ডাউনলোড করবেন Masked Aadhaar Card

১. মাস্কড আধার কার্ড ডাউনলোডের জন্য প্রথমেই আপনাকে https://eaadhaar.uidai.gov.in ওয়েবসাইটটিতে চলে যেতে হবে।

২. এবার, ওয়েবসাইট আপনার কাছে এনরোলমেন্ট নম্বর / ভার্চুয়াল আইডি / আধার নম্বর চাইবে। এই অপশনগুলির মধ্যে যে কোনো একটিকে এন্টার করুন।

৩. এরপর, আপনার কাছে জানতে চাওয়া হবে যে, আপনি কি ধরণের e-Aadhaar ডাউনলোড করতে চান। যদি আপনি Masked Aadhaar ডাউনলোড করতে চান তাহলে, স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করলে ‘I want a masked aadhaa’ বিকল্পটিকে পেয়ে যাবেন। এটিতে ক্লিক করুন।

৪. এখন আপনাকে একটি ক্যাপচা কোড এন্টার করতে হবে। আর আপনি যে নিজের জন্যই ডকুমেন্টটিকে ডাউনলোড করছেন তা প্রমান করতে, OTP বাটনে ক্লিক করে একটি OTP নম্বর রিকোয়েস্ট করতে হবে।

৫. এবার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার ফোন নম্বরে একটি OTP আসবে। সেটিকে এন্টার করুন।

৬. এবার স্ক্রিনের নিচের দিকে একটি সার্ভে আসবে। এটিকে পূরণ করুন এবং ‘Verify And Download’ অপশনে ক্লিক করার মাধ্যমে মাস্কড আধার কার্ডটিকে ডাউনলোড করে নিন।

৭. এই মাস্কড আধার কার্ডের PDF ফাইলটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে। সেক্ষেত্রে, এই পাসওয়ার্ডটি হলো আপনার নামের প্রথম ৪টি অক্ষর (ক্যাপিটাল লেটারে) + জন্মসাল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন