Viral: সাইকেলের দাম 18 টাকা, কলকাতার দোকানের রসিদ ঘিরে নেটমাধ্যমে শোরগোল

আজকের দিনে মূল্য বৃদ্ধির যুগে দাঁড়িয়ে ১০৫ টাকার পেট্রোল কিংবা ২ লাখ টাকার মোটরসাইকেল দেখতেই অভ্যস্ত আমরা। কিন্তু আমরা যদি স্বাধীনতার সময়কার কথা বলি তাহলে তখনকার দিনের বাজারদর আমাদের কল্পনার বাইরে। কখনও অনেক পুরনো দিনের কোনো নথি যদি স্মৃতির পাতা থেকে উদ্ধার করি তাহলে রীতিমত আমদের চোখ কপালে উঠবে। আমাদের ঠাকুরদা কিংবা ঠাকুমার কাছে হয়তো এরকম কাহিনী শুনেছে অনেকে।

তবে এবার এই নতুন বছর এমনই এক ঘটনার সাক্ষী থাকলো সোশ্যাল মিডিয়া। ইন্টারনেটে ভাইরাল হওয়া এরকমই একটি রসিদ আলোড়ন ফেলেছে অনেকের মনে। সম্প্রতি যেমন সাড়ে তিন দশকের বেশি সময় আগে কেনা রয়্যাল এনফিল্ড বুলেট কেনার একটি ক্যাশ মেমো ভাইরাল হয়েছিল চারিদিকে, তেমনি এবার একটি পুরনো রসিদ নিয়ে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। আদতে প্রায় ৯০ বছর আগের তৎকালীন ক্যালকাটার একটি সাইকেল দোকান থেকে কেনা সাইকেলের ভাউচার। যার মূল্য আমদের সত্যিই চমকে দেওয়ার মতো।

সেই সময়ে একটা সাইকেলের দাম ছিল মাত্র ১৮ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সেটি ছিল ১৯৩৪ সালের ৭ই জানুয়ারি একটি সাইকেল কেনার স্লিপ। এমনই বিস্ময়কর ছবিটি ফেসবুকে প্রকাশ করেছেন সঞ্জয় খারে নামে জনৈক এক ব্যক্তি। সেটি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, “এমন একটি সময় ছিল যখন বাইসাইকেল আসলে আমার ঠাকুরদার কাছে স্বপ্ন। সাইকেলের চাকার মতোই সময় চাকাও এখন অনেকটা ঘুরে গেছে।” স্লিপে দেখতে পাবেন সাইকেলের দোকানটির নাম ছিল কুমুদ সাইকেল ওয়ার্ক। ঠিকানা: মানিকতলা ,ক্যালকাটা।

আবার দোকানটি যে সাইকেল সারানোয় বিশেষ দক্ষ সেটিও উল্লেখ করা হয়েছে এই কাগজে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার অনেক ব্যক্তিই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। তাদের মধ্যে একজন লিখেছেন যে, “এমন বিস্ময়কর স্মৃতি যত্ন করে রাখা অত্যন্ত মহান কাজ। টাকা অর্থ তার নিজের জায়গায় থাকলেও এই জাতীয় স্মৃতি সত্যিই মূল্যবান।”