Vivo V2140A: ৬ জিবি র‌্যামের সাথে নতুন বাজেট ফোন আনছে ভিভো

চীনা সংস্থা ভিভো তাদের বেশ কয়েকটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছিল। বাজারে ফোনগুলি বাজেটের মধ্যেই পাওয়া যেতে পারে। সম্প্রতি Vivo Y33s 5G ফোনটিকে স্পট করা হয়েছে 3C সার্টিফিকেশন সাইটে। আবার গত সপ্তাহে ভিভোর অপর একটি নতুন ফোন, Vivo Y32 চীনের TENAA সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এবার V2140A মডেল নম্বর সহ ভিভোর আরও একটি স্মার্টফোনকে দেখা গেছে TENAA সার্টিফিকেশন সাইটে। এই ফোনটিও বাজেট রেঞ্জে আসতে পারে বলে মনে করা হচ্ছে। মডেল নম্বর প্রকাশ্যে এলেও এখনও জানা যায়নি এই ফোনটির নাম। তবে TENAA -এর সাইট থেকে এই ফোনের স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে।

Vivo V2140A ফোনের স্পেসিফিকেশন (TENAA)

টেনা থেকে জানা গেছে, নতুন Vivo V2140A ফোনে থাকবে ৬.৫১ ইঞ্চির এইচডি+ ( ৭২০×১,৬০০পিক্সেল) AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্টজ।

ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ বা ম্যাক্রো সেন্সর। Vivo V2140A মডেলের সামনে দেখা যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এদিকে Vivo V2140A ফোনটিতে কোন প্রসেসর ব্যবহার করা হতে পারে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে এই প্রসেসরের চারটি সিপিইউ কোরের ক্লক স্পিড ২.৩৫ গিগাহার্টজ ও অন্য চারটি সিপিইউ কোর কাজ করে ১.৮ গিগাহার্টজে। চীনের বাজারে ফোনটি আসতে পারে ৪ জিবি/ ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজের সাথে। এছাড়া Vivo V2140A ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে ৪জি এলটিই কানেক্টিভিটি সাপোর্ট করবে।

Vivo V2140A ফোনটির পরিমাপ ১৬৩.৯৬× ৭৫.২× ৮.২৮ মিলিমিটার ও ওজন আনুমানিক ১৭৯ গ্রাম হতে পারে।