Online Shopping Tips: অনলাইনে নিরাপদে কেনাকাটা করতে অবশ্যই মেনে চলুন Google-এর এই ৫টি টিপস

উৎসবের মরসুমকে কেন্দ্র করে Amazon, Flipkart, Croma-র মতো একাধিক অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি গোটা অক্টোবর মাস জুড়েই একের পর এক ফেস্টিভ সেল আয়োজন করে চলেছে। এই সেলে মোবাইল, টিভি, ল্যাপটপ, ওয়্যারেবেলস, আসবাবপত্র, গৃহস্থালির সরঞ্জাম, পোশাক সহ বিভিন্ন প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড় এবং ডিল পাওয়া যায়। আবার নির্বাচিত কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টেরও সুবিধা মেলে। তাই বহু মানুষই এই সুযোগে চুটিয়ে কেনাকাটা করে নিচ্ছেন। এমনিতেই করোনা মহামারীর পর থেকে অনলাইন শপিংয়ের পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তার ওপর এই ফেস্টিভ সেল যেন শপিং গ্রাফকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

তবে এই অনলাইন শপিংয়ের হার বাড়ার পাশাপাশি মাথাচাড়া দিয়ে বেড়ে উঠেছে সাইবার ক্রাইম। অনলাইন কেনাকাটার দরুন সাইবার জালিয়াতির শিকার হয়ে নিজের কষ্টার্জিত টাকা খুইয়েছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। ইদানীংকালে প্রায়শই খবরে এই ধরনের ঘটনার কথা আমরা শুনতে পাই। জাতিসংঘের (United Nations) তথ্য অনুযায়ী, COVID-19 মহামারী শুরু হওয়ার পর থেকে সাইবার ক্রাইম ইতিমধ্যে ৬০০% বেড়েছে। সুতরাং, ক্রেতাদের অনলাইন শপিংয়ের সময় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই বিষয়ে তাদের সাহায্য করতে এবার মাঠে নেমেছে টেক জায়ান্ট Google। ইউজারদের সুবিধার্থে তারা ৫ টি টিপস শেয়ার করেছে, যা অনুসরণ করে চললে ক্রেতারা নিরাপদে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। নীচে এই ৫ টি টিপসের কথা উল্লেখ করা হল।

প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি অনন্য (unique) পাসওয়ার্ড তৈরি করুন

অনলাইন প্রতারণা এড়াতে ব্যবহারকারীদের প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি অনন্য পাসওয়ার্ড তৈরি করা উচিত। এমন পাসওয়ার্ড তৈরি করবেন যা সহজে অনুমেয় নয় এবং যাতে ন্যূনতম আটটি ক্যারেক্টার থাকবে।

পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন

ইউজাররা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার মাধ্যমে প্রতিটি ডিভাইসে একটি শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এর ফলে বারবার প্রতিটি ডিভাইসে পাসওয়ার্ড এন্টার করার বা সেটি মনে রাখার প্রয়োজন পড়বে না। পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে সাইন ইন করা অত্যন্ত সুবিধাজনক; বিশেষত ছোটো মোবাইল স্ক্রিনের ক্ষেত্রে, কারণ প্রতিবার পাসওয়ার্ড এন্টার করার চাইতে সেক্ষেত্রে কেবলমাত্র একটা বাটন প্রেস করলেই কাজ হয়ে যায়।

একটি সিকিউরিটি ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস সেট আপ করুন

ইউজারদের একটি সিকিউরিটি ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস সেট আপ করা এবং সেটিকে আপডেটেড রাখা উচিত, যাতে ব্যাংক এবং অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা অ্যাকাউন্টে কোনোরকম সন্দেহজনক ক্রিয়াকলাপ দেখলে তৎক্ষণাৎ তাদের সাথে যোগাযোগ করতে পারে।

২-স্টেপ ভেরিফিকেশন সেট আপ করুন (2SV)

ব্যবহারকারীদের প্রতিটি সাইটে ২-স্টেপ ভেরিফিকেশন (2SV) সেট আপ করা উচিত (অবশ্যই সেই সমস্ত সাইটে যেখানে এটি করা সম্ভব)। এটি আপনার চেনাপরিচিত পাসওয়ার্ড বা সিকিউরিটি কী-এর মাধ্যমে দুর্দান্তভাবে আপনার নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করে।

“Add to Cart” করার সময় চোখকান খোলা রাখুন

কোনো ই-কমার্স সাইটের পেজ থেকে কেনাকাটা করার সময় সর্বদা সিকিওর সিম্বল দেখে তবেই কেনাকাটা করুন। আর যদি কোনো পেজে সিকিওর সিম্বল না থাকে, তাহলে সেখান থেকে কিছু কেনার আগে অবশ্যই বারবার চেক করুন। কেননা এই ধরনের পেজগুলি থেকে কেনাকাটা করার সময়ই সাইবার জালিয়াতির সম্ভাবনা বেশি থাকে।