Amazon Monsoon Carnival Sale: ২৮% পর্যন্ত ছাড়ে মিলছে এই ফ্যান, কুলার; অফার সীমিত সময়ের

যত দিন যাচ্ছে, গরমের প্রকোপ ততই যেন জীবন অতিষ্ঠ করে তুলছে! রোদ ঝলমলে দিনে তেতে-পুড়ে নাজেহাল হতে তো হচ্ছেই, অন্যদিকে মেঘলা আকাশ থাকলেও অসহ্য ভ্যাপসা পরিস্থিতির শিকার হচ্ছে মানুষ। এমনকি বাড়িতে মানে ঘরের ভেতরে থাকলেও সুরাহা হচ্ছে, তা নয়। ফলে অনেকেই উচ্চ ক্ষমতাসম্পন্ন ফ্যান বা কুলার কিনতে আগ্রহী হয়ে পড়ছেন। সেক্ষেত্রে আপনিও যদি এই মুহূর্তে নতুন ফ্যান বা কুলার জাতীয় অ্যাপ্লায়েন্স কেনার পরিকল্পনা করে থাকেন এবং আপনার প্রয়োজন থাকে সস্তা কোনো অফার, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। আসলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) গত ১৮ তারিখ থেকে ‘Monsoon Carnival Sale’ (মনসুন কার্নিভাল সেল) লাইভ করেছে। আর এই সেলেই নির্বাচিত ব্র্যান্ডের ফ্যান ও কুলারে ছাড় মিলবে।

বলে রাখি, আগামীকাল অর্থাৎ ২২শে জুন পর্যন্ত এই ‘অ্যামাজন মনসুন কার্নিভাল সেল’ উপলব্ধ থাকবে, তাই সস্তায় কেনাকাটা করতে চাইলে একদমই দেরি করবেন না। এক্ষেত্রে প্রোডাক্টে নির্দিষ্ট ছাড় বা অফার ছাড়াও ব্যাংক অফার মিলবে। যেমন, সেলে আইসিআইসিআই (ICICI) ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে ১০ শতাংশ সঞ্চয় করা যাবে। আবার, গ্রাহকরা প্রথম অর্ডারে ২০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Amazon Monsoon Carnival Sale-এর দুটি শীর্ষ অফার

১. ফ্যান: এই সেলে Orient Electric Wall-49 400mm Wall Fan with Remote মডেলটি ২২% ছাড়ে ২,৭০৬ টাকায় কেনা যাবে। এমনিতে এর দাম ৩,৪৮৫ টাকা। কার্যকারিতার কথা বললে, এই ফ্যানের আরপিএস (RPS) হল ১৩৩০ এবং এটি তিনটি স্পিডের (হাই, মিডিয়াম ও লো) বৈশিষ্ট্যসহ আসে। তাছাড়াও এটিতে রিমোট কন্ট্রোলড টাইমার, স্পিড কন্ট্রোল এবং অফ/অনের মত বৈশিষ্ট্যও রয়েছে। অর্থাৎ এই ফ্যানটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে, এটিকে চালু বা বন্ধ করার জন্য সুইচের কাছে যেতে হবে না। উল্লেখ্য, এটি একটি এলইডি ইন্ডিকেটরও অফার করে।

২. কুলার: Crompton Cool Breeze DAC Desert Air Cooler-এর আসল দাম ১০,০০০ টাকা। তবে এখন এটি ২৮ শতাংশ ডিসকাউন্টে ৭,২২৮ টাকায় কেনা যাবে। আবার চাইলে অনেকে এটি ৩৪০ টাকার ইএমআইতেও কিনতে পারবেন। কুলারটির ক্ষমতা ৪০ লিটার, আর এটিতে ৪-ওয়ে (4-way) এয়ার ডিফ্লেকশন এবং হানিকম্ব প্যাড রয়েছে। এটি ২৫০ বর্গফুটের একটি রুমের জন্য আদর্শ। ক্রেতারা কুলারটি ইনভার্টারেও চালাতে পারবেন, কারণ এর জন্য মাত্র ১৪০ ওয়াট পাওয়ার প্রয়োজন৷