RCB-কে হারিয়ে IPL ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে বড় নজির KKR-এর, রেকর্ড গড়লেন রাসেল-নারিনও

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ১ রানে জয়ের সাথে এক অনন্য নজির গড়েছে কলকাতা নাইট রাইডার্স।

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রায় ৭০০০০ মানুষ সাক্ষী থেকেছে এক অবিশ্বাস্য আইপিএল (IPL 2024) ম্যাচের। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) মাত্র ১ রানে হারিয়ে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই মরশুমে এই জয় কেকেআরের পঞ্চম জয়। আর এই জয়ের সাথেই আজ এক অনন্য নজির গড়েছে কেকেআর।

আজ আইপিএল ইতিহাসের দ্বিতীয় দল হিসাবে নিজেদের ঘরের মাঠ তথা কলকাতা ইডেন গার্ডেন্সে ৫০ তম ম্যাচ জিতেছে কেকেআর। এর আগে সবচেয়ে দ্রুত ৫০ টি ঘরোয়া ম্যাচ জয় পূরণ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে এতগুলি দল থাকা সত্ত্বেও দ্বিতীয় দল হিসাবে এই নজির গড়েছে কেকেআর। এমনিতেই রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানে জয়, অন্যদিকে আবার এই রেকর্ড। আজকের দিনটা কেকেআরের ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

শুধু কেকেআর দলটিই নয়, আজ কেকেআরের দুইজন তারকাও বিশেষ নজির গড়েছেন। আজ ম্যাচের সেরা পুরস্কার হওয়ার সাথে সাথে এক বিশেষ নজির গড়েছেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। রেকর্ডটি হল আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে কেকেআরের জন্য ম্যাচের সেরা হওয়ার। কয়েকদিন আগেই এই রেকর্ডটির মালিক ছিলেন সুনীল নারিন (Sunil Narine)। আজ নারিনকে (১৫ বার) পিছনে ফেলে কেকেআরের হয়ে ম্যাচের সেরা হওয়ার তালিকায় প্রথমে উঠে এসেছেন রাসেল। এই নিয়ে ১১৮ ম্যাচে মোট ১৬ বার ম্যাচের সেরা হয়েছেন তিনি।

এর পাশাপাশি আজ কেকেআর দলের অন্যতম কিংবদন্তি সুনীল নারিনও আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন, রেকর্ডটি হল নির্দিষ্ট একটি দলের হয়ে উইকেট সংগ্রহকারী তালিকায় আজ প্রথমে উঠে এসেছেন নারিন। লাসিথ মালিঙ্গার (১৭০) মতো কিংবদন্তি বোলারকে পিছনে ফেলে আজ কেকেআরের জার্সিতে ১৭২ উইকেটের মালিক হয়েছেন তিনি।