কিনতে পারবেন নতুন নতুন প্রোডাক্ট, ভারতীয়দের জন্য চলে এল OnePlus Store অ্যাপ

এবার অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলির মতই, গ্রাহকদের জন্য OnePlus Store অ্যাপ লঞ্চ করল জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা OnePlus। এই নতুন অ্যাপ্লিকেশনটি মূলত ভারতীয় অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য চালু করা হয়েছে এবং এটি গুগল প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করা যাবে। তবে অ্যাপটি কেবল অ্যান্ড্রয়েড ৬.০ (মার্শম্যালো) এবং পরবর্তী অপারেটিং সিস্টেম-ভিত্তিক ডিভাইসগুলিতে অ্যাক্সেস করা যাবে।

OnePlus-এর দাবি, এই নতুন ওয়ানপ্লাস স্টোর অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গ্রাহকরা সহজেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি অ্যাপটি প্রোডাক্টগুলি কেনার সুবিধাও দেবে।

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাসের অনলাইন স্টোরটি সেরা দামে ব্র্যান্ডের প্রোডাক্ট সরবরাহ করবে। এই প্ল্যাটফর্ম থেকে ৪৯৯ টাকা বা তারও বেশি অ্যামাউন্টের কেনাকাটা করলে বিনামূল্যে প্রায়োরিটি শিপিং এবং ক্যাশ অন ডেলিভারি/পে অন ডেলিভারির সুবিধা পাওয়া যাবে। এছাড়া, ইউজাররা OnePlus Store অ্যাপের মাধ্যমে প্রোডাক্ট কিনলে তাৎক্ষণিক ছাড় এবং এক্সপি (XP) পয়েন্ট পাবেন। শুধু তাই নয়, ওয়ানপ্লাস, এই অনলাইন স্টোরে প্রতি সপ্তাহের শুক্রবার সেরা ডিল বা অফার সরবরাহ করবে।

ইউজাররা এই অ্যাপে লিমিটেড এডিশন প্রোডাক্ট, প্রাইস ড্রপ, নতুন লঞ্চ এবং অন্যান্য বিষয়ে আপডেট বা নোটিফিকেশন পাবেন। থাকবে একটি ডিসকভার সেকশন, যেখানে সমস্ত প্রোডাক্টের তালিকা এবং বিশদ বিবরণ পাওয়া যাবে। শুধু তাই নয়, ইউজাররা অ্যাপটি থেকে তাদের ডিভাইসের হেল্থ কন্ডিশন পরীক্ষা করতে বা ডিভাইসের পারফরম্যান্স অপ্টিমাইজ করতে পারবেন।

এছাড়া OnePlus Store অ্যাপে Mi স্টোরের মত কিছু ক্লাব মেম্বারশিপের সাবস্ক্রিপশন নেওয়ার সুবিধা থাকবে। এক্ষেত্রে, ওয়ানপ্লাস স্টোরের রেড ক্লাবের মেম্বাররা কেনাকাটা করার জন্য বা এই অ্যাপের সাথে সংযুক্ত থাকার জন্য কিছু পয়েন্ট পাবেন এবং নতুন মেম্বারশিপ লেভেলগুলি আনলক করতে পারবেন।

একই সাথে, ওয়ানপ্লাস প্রিমিয়াম Red Cable Pro প্ল্যান চালু করেছে, যা প্রোডাক্টের অতিরিক্ত ওয়ারেন্টি, স্ক্রিন প্রোটেকশন এবং ক্লাউড স্টোরেজ সহ কিছু অতিরিক্ত বেনিফিট সরবরাহ করে। এই প্ল্যানটি অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে, এবং আগামী ১লা নভেম্বর থেকে এটির সুবিধাগুলি উপভোগ করা যাবে।