OnePlus 8T লঞ্চ হওয়ার এক এক সপ্তাহের মধ্যে তথ্য সামনে এল OnePlus 9 এর

এক সপ্তাহ আগেই বাজারে এসেছে ওয়ানপ্লাসের নবতম ফ্ল্যাগশিপ OnePlus 8T। এর মধ্যেই OnePlus 9 সিরিজের স্মার্টফোন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব শোনা যাচ্ছে! পরিচিত টেক-বিশারদ Max J. তার টুইটার অ্যাকাউন্টে OnePlus 9 স্মার্টফোনটির আসন্ন উপস্থিতির কথা ফাঁস করেছেন। তার বক্তব্য অনুযায়ী, OnePlus তাদের নতুন স্মার্টফোন, ওয়ানপ্লাস ৯ এর ওপর কাজ শুরু করেছে। নতুন এই ফোনের কোডনেম হবে ‘Lemonade’।

বলে রাখা প্রয়োজন যে Max J. এর আগেও OnePlus এর স্মার্টফোনগুলি সম্পর্কিত নানান তথ্য জনসমক্ষে এনেছেন। OnePlus আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণার আগেই ম্যাক্স তাদের পরিকল্পনা সম্পর্কে জল্পনার জন্ম দিয়েছেন। তার দ্বারা প্রচারিত সংবাদ অনেকক্ষেত্রেই সঠিক বলে প্রতিপন্ন হয়েছে। তাই OnePlus 9 সম্পর্কে তার বক্তব্য যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। এমনকি OnePlus এর আসন্ন স্মার্টফোনটির একটি টিজার ইমেজও তিনি সামনে এনেছেন।

বিগত বছরের মতো ২০২১ সালের এপ্রিল মাস নাগাদ OnePlus 9 বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে। ২০২০ সালের এপ্রিল মাসে OnePlus 8 সিরিজের স্মার্টফোন বাজারে লঞ্চ করা হয়। সূত্রের খবর, OnePlus 9 সংক্রান্ত সবরকমের কাজ আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হতে চলেছে।

ডিজাইনের ক্ষেত্রে OnePlus 9 সিরিজ সদ্য সামনে আসা OnePlus 8T কে অনুসরণ করতে পারে। OnePlus 8T এর মতো এই স্মার্টফোনটিতেও চমৎকার ফ্লাট এজ সম্পন্ন সরু বডিফ্রেমের দেখা মিলতে পারে। এর থেকে বোঝা যায় আগামীদিনে OnePlus স্মার্টফোন তৈরীর ক্ষেত্রে ফ্লাট এজ -সম্পন্ন ডিজাইনকেই সর্বাধিক গুরুত্ব দেবে। চলতি বছরে তারা কার্ভড এজের OnePlus 8 সিরিজটিকে ক্রেতাদের সামনে নিয়ে আসে। যদিও বিশ্বব্যাপী অতিমারির আশঙ্কাপর্বে এই প্রোডাক্টটি সম্পর্কে মানুষ প্রত্যাশার তুলনায় অনেক কম আগ্রহ দেখিয়েছেন। সেই কারণেই OnePlus তাদের আগামী স্মার্টফোন সম্পর্কে আরো বেশী পরিমাণে যত্নশীল হয়েছে, টেক-সন্ধানীরা তেমনটিই মনে করছেন।