দশ মিনিটের চার্জে চলবে দু ঘন্টা, Lava Probuds 22 ইয়ারবাডস অতি সস্তায় ভারতে লঞ্চ হল

ভারতীয় বাজারে Lava Probuds 22 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,৩৯৯ টাকা

ভারতে আত্মপ্রকাশ করল Lava-র নতুন Lava Probuds 22 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। এটি গত মার্চ মাসে লঞ্চ হওয়া Probuds 21 ইয়ারফোনের উত্তরসূরী হিসেবে এসেছে। নতুন এই ইয়ারফোনের বিভিন্ন ফিচারের মধ্যে উল্লেখযোগ্য, উন্নতমানের কল কোয়ালিটি এবং কোয়াড মাইক্রোফোন সেটআপ। সেই সঙ্গে ইয়ারফোনটি দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ অফার করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Lava Probuds 22 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Lava Probuds 22-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Lava Probuds 22 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,৩৯৯ টাকা। এটি ফ্রস্ট হোয়াইট এবং স্পেস ব্ল্যাক, এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব অনলাইন এবং অফলাইন স্টোর ছাড়াও অন্যান্য ই-কমার্স সাইট থেকেও পাওয়া যাবে হেয়ারেবলটি। Lava Probuds 22 ইয়ারফোনটির সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি।

Lava Probuds 22-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Lava Probuds 22 ইয়ারফোন ১২ এমএম অডিও ড্রাইভার সহ এসেছে, যা উন্নত মানের বেস সরবরাহ করবে। এর বিম ফরমিং কোয়াড মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ড নয়েজ এড়াতে সক্ষম। ফলে কল চলাকালীন ব্যবহারকারী স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

আর ৪৫ গ্রাম ওজনের কম্প্যাক্ট ডিজাইনের এই ইয়ারফোনের প্রতিটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৪৬ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে রয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি। এর প্রত্যেকটি ইয়ারবাড ৮ ঘন্টা এবং চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৫০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে।

আবার ইয়ারফোনটিতে রয়েছে ইউএসবি সি পোর্ট, যার মাধ্যমে অডিও ডিভাইসটি ৯০ মিনিটে পুরোপুরি চার্জ হয়ে যাবে। শুধু তাই নয়, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসায় দশ মিনিটের চার্জে এটি ১২০ মিনিট পর্যন্ত ব্যবহারযোগ্য। তদুপরি ইয়ারফোনটি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি অফার করবে এবং এতে থাকছে ৭৫ এমএস লো ল্যাটেন্সি মোড। পাশাপাশি Lava Probuds 22 ইয়ারফোনের অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল গুগল ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং জল প্রতিরোধী IPX4 রেটিং।