৮টি ইন গেম ইভেন্ট সহ এল Call of Duty Mobile এর Season 2

ভারতে প্রচলিত ব্যাটেল-রয়্যাল মোবাইল গেমগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি নাম হল Call Of Duty: Mobile (CODM)। Call Of Duty কম্পিউটার বা পিসি গেমের এই মোবাইল সংস্করণটি PUBG Mobile-এর রাজত্ব চলাকালীন সময়েই দেশের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমাদৃত হয়েছিল; আবার PUBG ব্যান হওয়ার পর অনেকেই দুধের স্বাদ ঘোলে মেটাতে এটিকে বিকল্প হিসেবে বেছে নেন। এই মুহূর্তে গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোরে গেমটির কয়েক মিলিয়ন ডাউনলোড রয়েছে, দৈনিক সক্রিয়তার হিসেবে এটির ইউজারবেসও প্রায় ৩ মিলিয়নের কাছাকাছি। সেক্ষেত্রে এবার, লক্ষ লক্ষ প্লেয়ারকে উৎসাহিত করতে বিশেষ ইন-গেম ইভেন্টের ঘোষণা করল COD সংস্থাটি। পাশাপাশি গেমে পাওয়া বাগগুলিকেও শীঘ্রই ফিক্স করা হবে বলে জানিয়েছে ডেভেলপার সংস্থা Activision।

রিপোর্ট অনুযায়ী, আমেরিকান ভিডিও গেম কোম্পানিটি, তার মোবাইল গেমের সিজন ২ ইন-গেম ইভেন্টের ক্ষেত্রে মোট আটটি পার্টের ঘোষণা করেছে। প্রাথমিক ভাবে ইভেন্টগুলি গত ১৭ই মার্চ থেকে শুরু হয়েছে, যা চলবে ৮ই মার্চ অবধি। এক্ষেত্রে ১৭ তারিখ থেকে গতকাল অর্থাৎ ২১শে মার্চ পর্যন্ত গ্রুপ কমব্যাট (মাল্টিপ্লেয়ার) ইভেন্ট চলেছে। আবার ওই একই দিন থেকে শুরু হয়েছে অ্যাটাক অফ দ্য নাইট (মাল্টিপ্লেয়ার) ইভেন্ট, যা আগামীকাল অর্থাৎ ২৩শে মার্চ অবধি চলবে। অন্যদিকে ১৯শে মার্চ থেকে র‌্যাপিড ফায়ার মোড (মাল্টিপ্লেয়ার) এবং ট্যাঙ্ক ব্যাটেল মোড (ব্যাটেল-রয়্যাল) শুরু হয়েছে, এগুলি যথাক্রমে ২৩ তারিখ এবং ২৫ তারিখ শেষ হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে (১৯ তারিখ থেকে) দুটি নতুন সিজনাল চ্যালেঞ্জও, যা ২৩শে মার্চ অবধি খেলা যাবে।

এছাড়া মার্চের ১৯ তারিখ থেকে শিপমেন্ট ২৪/৭ (মাল্টিপ্লেয়ার) নামে আর একটি ইভেন্ট শুরু হয়েছে, চলবে আগামী ২৫ তারিখ অবধি। আবার ২৬ তারিখ থেকে শুরু হবে গানফাইট স্নাইপার মোড এবং এস ২ মূল ইভেন্ট – পারস্যুট ইভেন্ট, যা আগামী ১লা এপ্রিল এবং ৮ই এপ্রিল অবধি অনুষ্ঠিত হবে।

এদিকে COD Mobile গেম স্টোরে ‘ফর ইউ’ নামে একটি নতুন সেকশন দেখা যাচ্ছে যা ইউজারদের পূর্বে ব্যবহৃত লাকি ড্র-গুলি দেখার সুযোগ দেবে। তদুপরি, প্লেয়ারের কাছে যদি কোনো পুরনো অস্ত্র সেট থাকে এবং তারা নতুন কালেকশন দেখতে চায় তবে স্টোরের এই বিভাগটি ব্যবহার করা যাবে। স্টোরে কোনো নতুন আইটেম এলে মিলবে নোটিফিকেশনও।

এছাড়াও, গেমটির ডেভেলপাররা এতে উপলব্ধ বাগগুলি সম্পর্কে জানিয়েছে যে তারা আগামী কয়েক দিনের মধ্যে এগুলির সমাধান করে ইউজারের সুবিধাজনক অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে। এও জানা গেছে ব্যাটেল-রয়্যাল মোডে লুটপাটের যে ইস্যু ছিল, তাও শীঘ্রই ঠিক করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন