বাজারে কাঁপাতে Motorola Frontier, Moto G82 লঞ্চ হচ্ছে 10 মে? জোর জল্পনা

স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা ঘোষণা করেছে, আগামী ১০ ​​মে তারা চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। হোম মার্কেটে এই ইভেন্টটি দুপুর ২টো (ভারতে বেলা ১১:৩০ টা)-এর সময় অনুষ্ঠিত হবে। তবে এই লঞ্চ ইভেন্টে কোন কোন নতুন ডিভাইসের ওপর থেকে পর্দা সরানো হবে, সে সম্পর্কে এখনও কোনও ইঙ্গিত দেয়নি সংস্থা। তবে ইদানিং প্রযুক্তি মহলে দুটি আপকামিং মোটোরোলা হ্যান্ডসেট নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে এবং মনে করা হচ্ছে এই আসন্ন ইভেন্টে ব্র্যান্ডটি এই স্মার্টফোনগুলি লঞ্চ করতে পারে। এগুলির মধ্যে একটি হল Motorola Moto G82, যা সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে৷ আর অন্যটি, ফ্রন্টিয়ার (Frontier) কোডনেম সহ মোটোরোলার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি হবে বলে আশা করা হচ্ছে।

Motorola-এর আসন্ন লঞ্চ ইভেন্টে উন্মোচিত হতে চলেছে দুটি নতুন ডিভাইস

স্মার্টফোন ব্র্যান্ডটি চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)- তে পোস্ট করে ঘোষণা করেছে যে, আগামী ১০ মে দুপুর ২টোয় (ভারতে বেলা ১১:৩০ টা) একটি লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে, তবে মোটোরোলার তরফে প্রকাশ করা হয়নি যে ইভেন্টে কোন ডিভাইসগুলি উন্মোচন করা হবে। যদিও সংস্থাটি সম্ভবত আপকামিং মোটোরোলা ফ্রন্টিয়ার হ্যান্ডসেটটি উম্মোচন করতে পারে।

প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং সূত্র মারফৎ এই ফ্ল্যাগশিপ ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। এই ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ ওলেড কার্ভড ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসটি কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ১+ চিপসেট দ্বারা চালিত হতে পারে। মোটোরোলা ফ্রন্টিয়ার ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে বলে জানা গেছে।

আবার ফটোগ্রাফির জন্য Motorola Frontier-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরা হিসেবে ২০০ মেগাপিক্সেলের আইএসওসেল এইচপি১ ইমেজ সেন্সর দেওয়া হতে পারে। এছাড়াও ডিভাইসটিতে ৬০ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Frontier ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১২৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

অন্যদিকে, আসন্ন Motorola Moto G82 স্মার্টফোনটিকে নিয়েও জল্পনা চলছে, যা এই লঞ্চ ইভেন্টে উন্মোচিত হতে পারে। সম্প্রতি চীনের টেনা (TENAA) এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে এই হ্যান্ডসেটটিকে দেখা গেছে। এই সার্টিফিকেশনগুলি প্রকাশ করেছে, Moto G82-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির পোলেড (POLED) ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফটোগ্রাফির জন্য এই Moto G82-এ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।