Xiaomi-র বাম্পার ধামাকা, বাজারে হাজির Mi TV Master/Lux ও Mi TV 6 4K OLED স্মার্ট টিভি

চমকের পর চমক! নিজেদের প্রথম ইন ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন Mi Mix 4 ও ট্যাবলেট সিরিজ, Mi Pad 5 লঞ্চের সাথে সাথে গতকাল Mi TV Master/Lux (এমআই টিভি মাস্টার/লাক্স)-এর ওপর পর্দা সরিয়ে চমকের বিস্ফোরণ ঘটালো Xiaomi (শাওমি)। শুধু তাই নয়, চীনা সংস্থাটি ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজের দুটি Mi TV 6 4K OLED স্মার্ট টিভিও বাজারে এনেছে। এই টিভিগুলি হাই স্ক্রিন-টু-বডি রেশিও, উন্নত সাউন্ড সিস্টেম অফার করবে। এছাড়া রয়েছে অনেক অত্যাধুনিক ফিচার, যা এই এদেরকে অনেক ব্যয়বহুল করে তুলেছে। আসুন Mi TV Master/Lux ও Mi TV 6 4K OLED স্মার্ট টিভিগুলির স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Mi TV Master/ Lux মডেলের স্পেসিফিকেশন এবং দাম

শাওমির এই নতুন এমআই টিভি মাস্টার/লাক্স এডিশনে ৭৭ ইঞ্চি 4K OLED ডিসপ্লে রয়েছে, যাতে ৩৮৪০×২১৬০ পিক্সেল রেজোলিউশন, ১৭৮ ডিগ্রী ভিউয়িং অ্যাঙ্গেল, ৯৮.৫% DCI-P3 কালার গ্যামুট, ১০ বিট কালার ডেপ্থ এবং ১,০০০ নাইট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা বর্তমান। অন্যদিকে এই টিভিটি মালি জি৫২ এমসি২ জিপিইউ এবং কোয়াড-কোর কর্টেক্স এ৭৩ মিডিয়াটেক প্রসেসরের দ্বারা চলবে। তাছাড়া এতে ৮.৫ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। সাথে আছে Nvidia G-SYNC গেমিং ডিসপ্লে সার্টিফিকেশন, অটোমেটিক লো লেটেন্সি মোড, ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের মত ফিচার।

কানেক্টিভিটির জন্য, এই এমআই টিভিতে ওয়াই-ফাই ৬ (৮০২.১১ ভার্সন), ব্লুটুথ ৫.০, তিনটি এইচডিএমআই ২.১ পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, ইথারনেট এবং ইউডব্লিউবি ওয়ান-টাচ কানেকশনের সুবিধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এতে পাওয়া যাবে কোম্পানির নিজস্ব প্যাচওয়াল।

দামের কথা বললে, এমআই টিভি মাস্টার/লাক্স এডিশন ১৯,৯৯৯ ইউয়ানে (ভারতীয় মূল্যে প্রায় ২,২৯,৪৯৫ টাকা) লঞ্চ হয়েছে। চীনে প্রথম সেলে এটি ১৬,৯৯৯ ইউয়ানের (প্রায় ১,৯৬,০০০ টাকা) বিনিময়ে বিক্রি হবে।

Mi TV 6 4K OLED মডেলের স্পেসিফিকেশন এবং দাম

শুরুতেই বলেছি এই এমআই টিভি ৬ ৪কে ওএলইডি সিরিজটির অধীনে ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি মডেল চালু করা হয়েছে। এই টিভি জোড়াতে 4K OLED ডিসপ্লে আছে যার রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রী এবং পিক ব্রাইটনেস ৯০০ নিট। এতে HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন, আইম্যাক্স এনহ্যান্সড এবং কোয়াড-কোর কর্টেক্স এ৭৩ মিডিয়াটেক প্রসেসর (মালি জি৫২ এমসি২ জিপিইউসহ) বর্তমান।

তদুপরি, এই টিভিগুলি মাস্টার/লাক্স মডেলটির মতই Nvidia G-SYNC গেমিং ডিসপ্লে, অটোমেটিক লো লেটেন্সি মোড, ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের মত ফিচার সহ এসেছে। এই টিভিগুলিতে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটি অপশনের মধ্যে এগুলিতে ওয়াই-ফাই ৬ (৮০২.১১ এসি ভার্সন), ব্লুটুথ ৫.০ প্রযুক্তি, তিনটি এইচডিএমআই ২.১ পোর্ট, দুটি ইউএসবি পোর্ট বর্তমান। ক্রেতারা টিভিগুলিতে ২৫ ওয়াটের সাউন্ড আউটপুট পাবেন।

৫৫ ইঞ্চি এমআই টিভি ৬ ৪কে ওএলইডি টিভির দাম রাখা হয়েছে ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৪০৫ টাকা)। আবার এটির ৬৫ ইঞ্চি সংস্করণটি ৭,৬৯৯ ইউয়ানে (প্রায় ৮৮,৩৬০ টাকায়) বিক্রি হবে। টিভিগুলি কবে ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন