মাথার চুল থেকে মুখের দাড়ির যত্ন নেওয়া সহজ করল Xiaomi, ট্রিমার-সহ কমপ্লিট গ্রুমিং কিট লঞ্চ করল

আজ ভারতে আয়োজিত স্মার্টার লিভিং ২০২৩ (Smarter Living 2023) ইভেন্টে, শাওমি তাদের কয়েকটি নতুন আইওটি (Internet of Things বা IoT) ডিভাইস লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে Smart Air Purifier, Robot Vacuum Mop 2i, Grooming Kit এবং Smart TV X Pro সিরিজ। আবার ব্র্যান্ডটি লেটেস্ট Grooming Kit এবং Xiaomi Beard Trimmer 2C সাথে তাদের ট্রিমারের রেঞ্জটিও প্রসারিত করেছে। দ্বিতীয়টি মডেলটি Mi Beard Trimmer 1C-এর উত্তরসূরি হিসেবে এসেছে। আসুন তাহলে এই নতুন ডিভাইসগুলি কি কি ফিচার অফার করে, জেনে নেওয়া যাক।

ভারতে Xiaomi Grooming Kit এবং Xiaomi Beard Trimmer 2C-এর মূল্য

ভারতের বাজারে শাওমি বিয়ার্ড ট্রিমার ২সি-এর দাম রাখা হয়েছে ১,১৯৯ টাকা। কিন্তু প্রথম তিন দিনের জন্য এটি ১,০৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে। এদিকে, শাওমি গ্রুমিং কিট-এর দাম ১,৭৯৯ টাকা। উভয় ডিভাইসেরই আর্লি সেল আজ থেকে শুরু হয়েছে, তবে আগামী ১৬ এপ্রিল থেকে অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), ব্র্যান্ডের ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে এগুলির ওপেন সেল শুরু হবে।

Xiaomi Grooming Kit এবং Xiaomi Beard Trimmer 2C-এর স্পেসিফিকেশন

নতুন শাওমি গ্রুমিং কিট হল গ্রুমিংয়ের জন্য একটি অল-ইন-ওয়ান ডিভাইস। এটি ব্যবহারকারীদের একটি সম্পূর্ণ গ্রুমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। ডিভাইসটিতে চুল, দাড়ি, নাক, কান এবং শরীরের জন্য একাধিক গ্রুমিং হেড রয়েছে। এটিতে কমপ্যাক্ট ডিজাইন এবং একটি এলইডি ডিসপ্লে রয়েছে যা ব্যাটারি স্ট্যাটাস দেখায়।

এছাড়াও, Xiaomi Grooming Kit-এ বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে পাঁচ ধরনের ব্লেড রয়েছে, যেমন – বডি গ্রুমার হেড, নাক এবং কানের ট্রিমার, প্রিসিশন ব্লেড, ০.৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত দুটি বিয়ার্ড কম্ব এবং একটি ইউ-আকৃতির ব্লেড। সেল্ফ-শার্পনিং ব্লেডগুলি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং ব্যবহারকারীরা এটি দিয়ে ইচ্ছামত স্টাইল করতে পারেন। এটি চুল এবং দাড়ি উভয়ের জন্য বিভিন্ন ধরণের কম্বের ক্ষেত্রে ০.৫ মিলিমিটার থেকে ২০ মিলিমিটার পর্যন্ত ট্রিমিং নির্ভুলতার সাথে ৪০-লেন্থ সেটিংস অফার করে। অন্যদিকে, Xiaomi Beard Trimmer 2C-তে একটি ০.৫ প্রিসিশন ব্লেড এবং ৪০-লেন্থ সেটিংস রয়েছে। তবে, এটি শুধুমাত্র দাড়ি ট্রিমিংয়ের জন্যই আদর্শ।

জানিয়ে রাখি, Xiaomi Grooming Kit-টি ৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে। Grooming Kit এবং Trimmer 2C ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এগুলিতে একটি ট্র্যাভেল লক এনেবল ফিচারও রয়েছে, যা ভ্রমণের সময় ব্যাটারির শক্তি সঞ্চয় করে।