Realme 12 সিরিজের সবচেয়ে সস্তা ফোন আসছে? জল্পনা বাড়িয়ে ডিজাইন লিক হল

রিয়েলমি বর্তমানে তাদের একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে, যার মডেল নম্বর Realme RMX3999। অফিশিয়াল নাম এখনও প্রকাশ্যে না এলেও, স্পেসিফিকেশনের দিক থেকে এটি Realme C67 5G-এর অনুরূপ হবে বলে শোনা যাচ্ছে। আর এখন RMX3999 মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এর ডিজাইন সম্পর্কে আভাস দিয়েছে। দেখা যাচ্ছে, বৈশিষ্ট্য একরকম হলেও, ডিজাইন Realme C67 5G-এর থেকে ভিন্ন হবে।

Realme RMX3999 পেল FCC-এর অনুমোদন

Realme RMX3999 ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি ডিভাইসটির ডিজাইন প্রকাশ করেছে। এতে রিয়েলমি সি৬৭ ৫জি-এর মতোই বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। কিন্তু মডিউলটি বাম পাশের পরিবর্তে মাঝখানে অবস্থান করবে। অর্থাৎ, ফোনটি দেখতে অনেকটা রিয়েলমি ১২ সিরিজের মডেলগুলির মতো হবে। সুতরাং পূর্বে ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি বিবেচনা করে, এটির রিয়েলমির নম্বর সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মডেল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Realme-RMX3999-FCC

প্রসঙ্গত, Realme RMX3999 হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, তবে এটি এখনও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়নি, যা এদেশের বাজারে আসার জন্য বিভিন্ন প্রোডাক্টকে সবুজ সংকেত দেখায়। তবে, এটি ইতিমধ্যেই ইউরোপের ইইসি (EEC), ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) এবং সিঙ্গাপুরের এসডিপিপিআই (SDPPI), সেইসাথে টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland)-এর মতো প্ল্যাটফর্ম থেকে সার্টিফিকেশন লাভ করেছে৷ ফলে এটি যে শীঘ্রই গ্লোবাল মার্কেটে প্রবেশ করবে, তা জোর দিয়ে বলাই যায়।

স্পেসিফিকেশনের প্রসঙ্গে এলে, আগেই দাবি করা হয়েছে যে Realme RMX3999-এ MediaTek Dimensity 6100 Plus চিপসেট ব্যবহৃত হবে। আর ফোনের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চির ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে থাকবে।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, আসন্ন ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ (Realme UI 5.0) কাস্টম স্কিনে রান করবে। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত থাকবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Realme RMX3999-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। আশা করা যায় এই ফোনটির অফিসিয়াল নাম এবং লঞ্চের তারিখটি খুব শীঘ্রই রিয়েলমির পক্ষ থেকে ঘোষণা করা হবে।