দুর্ধর্ষ ক্যামেরার জন্য পরিচিত Sony Xperia সিরিজের নতুন ফোন লঞ্চ হচ্ছে, থাকবে এই বিশেষ প্রযুক্তি

Sony Xperia সিরিজ স্মার্টফোনের জগতে দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র স্থান ধরে রেখেছে। এই ফোনগুলি ধারাবাহিকভাবে ২১:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে থাকে, যা সিনেমাপ্রেমী এবং লম্বা স্ক্রিন বেশি পছন্দ করেন এমন ব্যক্তিদের জন্য উপযুক্ত। তবে, আসন্ন Sony Xperia 1 VI-কে ঘিরে তৈরি হওয়া জল্পনাগুলি কোম্পানির দীর্ঘদিনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে সরে আসার দিকে নির্দেশ করছে। এখন এক টিপস্টার আসন্ন এক্সপেরিয়া ফোনটির ফর্ম ফ্যাক্টর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে শেয়ার করেছেন।

সামনে এল Sony Xperia 1 VI-এর অ্যাসপেক্ট রেশিও

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-এর একটি পোস্টে টিপস্টার জ্যাকবাকস জানিয়েছেন যে, সনি এক্সপেরিয়া ১ ভিআই ফর্ম ফ্যাক্টরের দিক থেকে প্রচলিত স্মার্টফোনগুলির মতো হবে। অর্থাৎ, এক্সপেরিয়া ১ ভিআই ২১:৯ রেশিওর পরিবর্তে আরও প্রচলিত ১৯.৫:৯ অনুপাতের বিল্ড অফার করবে।

যদিও যেসমস্ত সনি ফ্যানরা লম্বা অ্যাসপেক্ট রেশিও পছন্দ করেন, এই পরিবর্তন তাদের হতাশ করতে পারে। তবে মনে করা হচ্ছে বেশি সংখ্যক গ্রাহকদের কাছে ফোনটিকে আবেদনময় করে তোলার জন্য এটি সনির একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। ২১:৯ অনুপাত নির্দিষ্ট কিছু ইউজারদের পছন্দ, সেখানে ১৯.৫:৯ রেশিও অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য।

এর পাশাপাশি, টিপস্টার আরও বলেছেন যে কোম্পানি Sony Xperia 1 VI-এর স্ক্রিন রেজোলিউশন ৪কে থেকে ২কে-তে কমাতে পারে। তবে, ফোনটির সামগ্রিক ডিজাইন পূর্বসূরির মতোই হবে বলে মনে করা হচ্ছে। যদিও, ওই টিপস্টার তার পোস্টে ফোনটির বিষয়ে আর কোনও বিশদ তথ্য প্রকাশ করেননি, তবে আগের একটি রিপোর্ট দাবি করা হয়েছে যে, Xperia 1 VI-এর রিয়ার ক্যামেরা সেটআপে অবস্থিত তিনটি ক্যামেরাতেই ৪৮ মেগাপিক্সেলের এক্সমোর টি (Exmor T) সেন্সর যুক্ত থাকবে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, সনি তাদের পরবর্তী প্রজন্মের Xperia ফোনগুলিতে বিশ্বের প্রথম ইন-ক্যামেরা ডিজিটাল সাইন প্রযুক্তি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। এই বৈশিষ্ট্যটি ইউজারদের সরাসরি ক্যামেরায় তোলা ফটোতে ডিজিটাল সাইন করতে দেবে, যা ছবিটির সত্যতা নিশ্চিত করবে এবং টেম্পারিং প্রতিরোধ করবে। এ সপ্তাহের শুরুতে এক সূত্রে স্মার্টফোনটির র‍্যাম ক্ষমতা সম্পর্কেও জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, Sony Xperia 1 VI ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম অপশনে পাওয়া যাবে।