ভারতে রেকর্ড Hyundai এর দেশের সংস্থার, জানুয়ারি মাসে সর্বাধিক গাড়ি বিক্রির নজির

২০২৩ আরম্ভ হয়ে প্রথম মাস পেরিয়েও গেল। ফেব্রুয়ারি শুরু হতেই বিভিন্ন গাড়ি সংস্থা নিজেদের গত মাসের বেচাকেনার পরিসংখ্যান প্রকাশ্যে আনছে। যেমন দক্ষিণ কোরিয়ান গাড়ি নির্মাতা কিয়া (Kia) নিজেদের ব্যবসার হিসেব নিকেশ সামনে নিয়ে এলো। পরিসংখ্যান বলছে গত মাসে তারা মোট ২৮,০০০-এর বেশি গাড়ি বিক্রি করেছে। ভারতে ব্যবসা শুরুর পর এটাই এক মাসে তাদের সর্বাধিক বিক্রির রেকর্ড।

কিয়ার এই রেকর্ড গড়ার ক্ষেত্রে সর্বাধিক অবদান রেখেছে Seltos, Sonet এবং Carens-এর মতো গাড়িগুলি। জানুয়ারি-তে সংস্থাটি মোট ২৮,৬৩৪টি গাড়ি বিক্রি করতে পেরেছে। যেখানে ২০২১-এর ওইসময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১৯,৩১৯ ইঊনিট। এর ফলে জানুয়ারি মাসে তাদের বিক্রিতে ৪৮ শতাংশ অগ্রগতি এসেছে।

এদিকে গত মাসেও কিয়ার বেস্ট সেলিং মডেলের তকমা বজায় রেখেছে Seltos। বাজারে এর প্রতিপক্ষ মডেলগুলির মধ্যে উপস্থিত Hyundai Creta, Maruti Suzuki Grand Vitara এবং Tata Harrier। গাড়িটি বছরের প্রথম মাসে ১০,৪৭০ জন নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। এদিকে ৯,২৬১ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার দ্বিতীয় স্থান অধিকার করেছে Sonet।

কোরিয়ান সংস্থার তিন সারি বিশিষ্ট লেটেস্ট এমপিভি (MPV) Carens অল্প কিছুদিনের মধ্যেই নিজের জায়গা পাকাপোক্ত করেছে। গত মাসে গাড়িটির চাবি মোট ৭,৯০০ জন ক্রেতার হাতে তুলে দিয়েছে কিয়া। গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত এক মাসে (জানুয়ারি) সর্বাধিক বিক্রি দেখেছে গাড়িটি। এখনও পর্যন্ত এটি মোট ৭০,৬৫৬ ইউনিট বিক্রি হয়েছে।