Ranji Trophy 2024: মধ্যপ্রদেশের ৯৩, তো বিদর্ভের চাই ৪ উইকেট, রঞ্জিতে পঞ্চম দিনে পাওয়া যাবে দ্বিতীয় সেমিফাইনালিস্ট

বিদর্ভের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে যশ দুবে ওপেনিং করতে এসে দলকে জয়ে লক্ষ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

রঞ্জি ট্রফি (Ranji Trophy) ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বছরেও একাধিক তরুণ ক্রিকেটার এই টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করে সকলের নজরে এসেছেন। এর সঙ্গেই বর্তমানে চলমান রঞ্জি ট্রফি এখন শেষের দিকে এসে পৌঁছেছে। এর মধ্যেই মুম্বাই দুরন্ত লড়াই করে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে। এবার দ্বিতীয় সেমিফাইনালে মধ্যপ্রদেশ অসাধারণ পারফরমেন্স করে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে।

রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বিদর্ভ মধ্যপ্রদেশের (Vidarbha vs Madhya Pradesh Match) বিপক্ষে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তবে তাদের হয়ে ওপেনার অথর্ব তাইদে (Atharva Taide) ছাড়া প্রথম দিকে আর কেউ সেইভাবে রান করতে পারেননি। তার ব্যাট থেকে ৬৩ বলে ৩৯ রান আসে। মধ্যপ্রদেশের হয়ে আভেশ খান (Aavesh Khan) প্রথম ইনিংসে বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি ১৫ ওভারে ২ টি মেডেনের সঙ্গে ৪৯ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেন। শেষে করুণ নায়ারের (Karun Nair) ১০৫ বলে ৬৩ রানে ভর করে বিদর্ভ প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে নেয়।

এরপর প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে হিমাংশু মন্ত্রী (Himanshu Mantri) ব্যাট হাতে দুরন্ত শুরু করেন। তিনি একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। হিমাংশুর ব্যাট থেকে ২৬৫ বলে দুরন্ত ১২৬ রান আসে। যার ফলে মধ্যপ্রদেশ এই ইনিংসে ২৫২ রান সংগ্রহ করে অনেকটাই এগিয়ে যায়। প্রথম ইনিংসে বিদর্ভের হয়ে অভিজ্ঞ উমেশ যাদব (Umesh Yadav) ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তবে প্রথম ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে কেকেআর তারকা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyar) শূন্য রানে আউট হয়ে যান।

এর সঙ্গেই দ্বিতীয় ইনিংসে বিদর্ভের হয়ে ওপেনার ধ্রুব শোরে (Dhruv Shorey) দলের হয়ে দুরন্ত শুরু করেন। তার ব্যাট থেকে ৬৫ বলে ৪০ রান আসে‌। এর সঙ্গেই মিডল অর্ডারে এসে যশ রাঠোর (Yash Rathod) এবং অক্ষয় ওয়াদকার (Akshay Wadkar) সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন। যশের ব্যাট থেকে ২০০ বলে ১৪১ রানের সঙ্গে সঙ্গে অক্ষয়ের ব্যাট থেকে ১৩৯ বলে ৭৭ রান আসে। এর ফলে বিদর্ভ দ্বিতীয় ইনিংসে ৪০২ রান সংগ্রহ করে নেয়। এই ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে অনুভব আগরওয়াল (Anubhav Agarwal) ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বিপক্ষদের চাপের মুখে ফেলেছিলেন।

এরপর দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে যশ দুবে (Yash Dubey) ওপেনিং করতে এসে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ২১২ বলে ১০ টি চারের সঙ্গে তিনি ৯৪ রানে আউট হয়ে যান। এর সঙ্গেই হর্ষ গাওলির (Harsh Gawli) ব্যাট থেকে ৮০ বলে ৬৭ রান আসে। এই ইনিংসে ভেঙ্কটেশ আইয়ার ৩৫ বলে ২৯ রানে চেষ্টা চালালেও সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে চতুর্থ দিনের শেষে মধ্যপ্রদেশ ৬ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য তাদের ৯৪ ওভারে আর ৯৩ রান সংগ্রহ করতে হবে।

বিদর্ভ বনাম মধ্যপ্রদেশের স্কোরবোর্ড (Vidarbha vs Madhya Pradesh Match Scoreboard)

বিদর্ভ- ১৭০/১০ (৫৬.৪ ওভার)

করুণ নায়ার- ৬৩ (১০৫)

মধ্যপ্রদেশ- ২৫২/১০ (৯৪.৩ ওভার)

হিমাংশু মন্ত্রী- ১২৬ (২৬৫)

বিদর্ভ- ৪০২/১০ (১০১.৩ ওভার)

যশ রাঠোর- ১৪১ (২০০)

মধ্যপ্রদেশ- ২২৮/৬ (৭১ ওভার)

যশ দুবে- ৯৪ (২১২)