Xiaomi 13 সিরিজের থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ইন হাউস চার্জিং চিপ, কবে লঞ্চ হবে

গত ডিসেম্বরে লঞ্চ হওয়া Xiaomi 12 সিরিজের নতুন সংযোজন হিসেবে মাত্র কয়েক সপ্তাহ আগেই Xiaomi 12S ফ্ল্যাগশিপ সিরিজটি চীনা বাজারে আত্মপ্রকাশ করেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত 12S, 12S Pro এবং 12S Ultra মডেল তিনটি সাধারণ ক্রেতা থেকে সমালোচক-সকলের কাছ থেকেই সমাদর লাভ করেছে। তবে এরই মধ্যে এবার পরবর্তী প্রজন্মের Xiaomi 13 সিরিজটি নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আগেই জানা গিয়েছিল যে, শাওমির ‘নেক্সট জেনারেশন’-এর স্মার্টফোন লাইনআপটি আগামী নভেম্বর মাসে আত্মপ্রকাশ করতে পারে এবং সিরিজের মডেলগুলি Qualcomm-এর আপকামিং Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হতে পারে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার প্রকাশ করেছেন যে, Xiaomi 13 সিরিজটি কোম্পানির নিজস্ব চার্জিং চিপের সাপোর্ট সহ ১০০ ওয়াট একক-সেল ব্যাটারি অফার করবে। এছাড়া, ডিভাইসে ৫০ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে বলে জানা গেছে।

Xiaomi 13 আসবে ১০০ ওয়াট একক-সেল ব্যাটারির সাথে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে শাওমির আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি সম্পর্কে কিছু আকর্ষণীয় বিবরণ প্রকাশ করেছেন। এর আগে টিপস্টার সিরিজের প্রসেসর এবং লঞ্চের তারিখের ওপর কিছুটা আলোকপাত করেছিলেন। আর এখন তিনি দাবি করেছেন যে, শাওমি ১৩ সিরিজে একটি ১০০ ওয়াট একক-সেল ব্যাটারি ব্যবহার করা হবে। আর এই ব্যাটারির সাথে থাকবে শাওমির ইন-হাউস চার্জিং চিপ।

প্রসঙ্গত, শাওমি ১৩ সিরিজে ব্যবহৃত চার্জিং চিপটি সম্ভবত পূর্বসূরি শাওমি ১২ সিরিজের হ্যান্ডসেটে ব্যবহৃত প্রথম-প্রজন্মের চার্জিং চিপ, সার্জ পি১-এর একটি আপগ্রেড সংস্করণ হবে। এই ফ্ল্যাগশিপ ফোনগুলিতে সার্জ পি১ আরও কার্যকর পাওয়ার ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়েছিল। এই চিপটি ৩০% পর্যন্ত তাপের ক্ষয় কমাতে পারে। এর পাশাপাশি, টিপস্টার আরও জানিয়েছেন যে, শাওমি ১৩ সিরিজে ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা সদ্য লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ শাওমি ১২এস আল্ট্রা-র অনুরূপ।

জানিয়ে রাখি, Xiaomi 13 সিরিজটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে যে, আসন্ন সিরিজে চলতি বছরের মতো কোনও মিডিয়াটেক ডাইমেনসিটি ভ্যারিয়েন্ট থাকবে না। Xiaomi 13 সিরিজে সম্ভবত একটি উচ্চ-রেজোলিউশনের ২কে স্ক্রিন থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই লাইনআপে দুটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে- Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। এটি চলতি বছরের নভেম্বরে লঞ্চ হতে পারে। তাই আশা করা যায় আগামী দিনগুলিতে আসন্ন সিরিজটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।