BGMI Independence Day Mahotsav: স্নাইপার রাইফেল স্কিন, ইন-গেম কয়েন জেতার সুযোগ দিচ্ছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া

লঞ্চের পর কেটে গেছে দেড় মাসের কাছাকাছি সময়! আর এই অল্প কয়েকদিনের মধ্যেই দেশের গেমপ্রেমী তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমাদৃত হয়েছে Battlegrounds Mobile India (ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া) বা BGMI। ইতিমধ্যে PUBG Mobile-এর এই বিকল্পটিকে নানা বিতর্ক-সমালোচনার মুখে পড়তে দেখা গেছে, তবে সমস্ত বাধা পেরিয়ে এটি ৪৯ মিলিয়নেরও বেশি ডাউনলোড অতিক্রম করেছে। সেক্ষেত্রে ডাউনলোডের পরিসংখ্যান বা জনপ্রিয়তা আরো বাড়াতে, BGMI এবার আসন্ন স্বাধীনতা দিবসের অনুভূতিকে কাজে লাগাতে চাইছে বলে মনে হচ্ছে। আসলে, এই নতুন ব্যাটেল-রয়্যাল গেমটি বর্তমানে ‘Independence Day Mahotsav’ (ইনডিপেন্ডেন্স ডে মহোৎসব) নামে একটি ইন-গেম ইভেন্ট উদযাপন করছে, যা আগামী ২০শে আগস্ট পর্যন্ত লাইভ থাকবে। এই ইভেন্টে অংশগ্রহণ করলে প্রতিদিনই পুরষ্কার জেতার সুযোগ থাকবে। এছাড়াও গেমটির নির্মাতা সংস্থা সম্প্রতি, একটি লেটেস্ট প্যাচ নোট শেয়ার করেছে যাতে গেম অ্যাপ্লিকেশনের কিছু সমস্যার সমাধান রয়েছে।

BGMI-এর ‘Independence Day Mahotsav’ ইভেন্টে কী হবে?

জানা গেছে ব্যাটলগ্রাউন্ডস গেমের নির্মাতা তথা ডেভেলপার ক্র্যাফ্টন (Krafton) আয়োজিত এই ‘ইনডিপেন্ডেন্স ডে মহোৎসব’ ইভেন্ট, ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্লেয়াররা এই ইভেন্ট চলাকালীন লগ ইন করে গেমটি খেললে এডব্লিউএম (AWM) স্নাইপার রাইফেল স্কিন পুরস্কার হিসেবে পাবেন। এছাড়াও মিলবে ইন-গেম কয়েন, গ্রীন প্যারাসুট ট্রেইল, ক্লাসিক ক্রেট কুপন স্ক্র্যাপ এবং একটি সাপ্লাই ক্রেট কুপন জাতীয় পুরস্কার। উপরন্তু অংশগ্রহণকারীরা রোজ নতুন মিশন আনলক করতে পারবেন।

উল্লেখ্য, আনুষ্ঠানিক লঞ্চের এক সপ্তাহের মধ্যেই গুগল প্লে স্টোরে ৩৪ মিলিয়ন ডাউনলোড‌ সংখ্যা ছাড়িয়ে রেকর্ড ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এরপর এই সপ্তাহের শুরুতে ৪৮ মিলিয়ন এবং এখন ৪৯ মিলিয়ন ডাউনলোডের দ্বিতীয় মাইলফলকে পৌঁছেছে তারা। প্রসঙ্গত ৫০ মিলিয়ন ডাউনলোড পৌঁছানোর প্রত্যাশায়, চলতি মাসের শুরুর দিকেই গেমের ডেভেলপার একটি ‘৫০এম ডাউনলোড রিওয়ার্ড’ ইভেন্ট ঘোষণা করেছিল।

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি এখনো পর্যন্ত কেবলমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই উপলব্ধ। কিছুদিন আগে ক্র্যাফ্টন টুইটারে গেমটির আইওএস সংস্করণ টিজ করলেও, লঞ্চের দিনক্ষণ এখনো জানা যায়নি।

BGMI-এ এসেছে নতুন প্যাচ আপডেট

দিন তিনেক আগেই, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের জন্য আগস্ট মাসের প্যাচ রোল আউট হয়েছে। এই আপডেটে অ্যানসিয়েন্ট স্নেক স্কিন ডিপি২৮, আর্কেড মোড মেলি, ক্যারেক্টার হাইডিং/স্টাক ইত্যাদি অপশনের ইস্যুগুলি‌‌ নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তদুপরি, গেমের রয়্যাল পাস ইত্যাদি অপশন আপডেটের সময়সীমাও সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন