স্পেসিফিকেশনের পর এবার ছবি ফাঁস, লঞ্চের আগে Vivo V29 Lite 5G সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে

ভিভো (Vivo) গত মার্চ মাসে V27 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে উন্মোচন করে। আর লঞ্চের দু’মাসের মধ্যেই ব্র্যান্ডটি এর উত্তরসূরি হিসাবে, Vivo V29 লাইনআপের ডিভাইসগুলি বাজারে আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই সিরিজটির সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এমনকি, সম্প্রতি Vivo V29 Lite 5G মডেলটির মূল স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে এসেছে। আর এখন, একটি নতুন রিপোর্টে এই হ্যান্ডসেটের কয়েকটি রেন্ডার শেয়ার করা হয়েছে, যা প্রথমবারের জন্য V29 Lite 5G-এর ডিজাইনটি জনসমক্ষে তুলে ধরেছে। আসুন তাহলে এই আপকামিং ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Vivo V29 Lite 5G-এর ফার্স্ট লুক

দ্য টেক আউটলুক ভিভো ভি২৯ লাইট ৫জি-এর রেন্ডার প্রকাশ করেছে। ছবি অনুযায়ী, ফোনটির সামনে কার্ভড-এজ ডিসপ্লে দেখা যাবে, যার মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। রিয়ার প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার মডিউল উপস্থিত থাকবে, যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশ এবং তিনটি সেন্সর সমন্বিত দুটি ক্যামেরা রিং অবস্থান করবে৷

Vivo V29 Lite 5G-এর লঞ্চের টাইমলাইন ও সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো ভি২৯ লাইট ৫জি আগামী দুই সপ্তাহের মধ্যেই বিশ্ব বাজারে পা রাখবে, যা ইঙ্গিত করে যে এটি মে মাসের শেষের দিকে বা জুনের শুরুতে আত্মপ্রকাশ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এটির দাম সম্ভবত ২৯৯ ডলার (প্রায় ২৪,৮০০ টাকা) হতে পারে৷ আর স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ভি২৯ লাইট ৫জি-তে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। আর অতিরিক্ত স্টোরেজের জন্য, ভি২৯ লাইট ৫জি একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Vivo V29 Lite-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স এবং ২ মেগাপিক্সেলের আরেকটি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। V29 Lite লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভোর এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

উল্লেখ্য, Vivo V29 সিরিজের উচ্চতর মডেল, V29 Pro 5G-ও জুন মাস নাগাদ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, এটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত আসন্ন Vivo S17 Pro-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। আর এই S-সিরিজের হ্যান্ডসেটটির চলতি মাসের শেষের দিকে লঞ্চ চীনের বাজারে লঞ্চ হওয়ার কথা রয়েছে।