সস্তা Samsung Galaxy F42 5G ভারতে লঞ্চ হচ্ছে ২৯ সেপ্টেম্বর? জল্পনা বাড়াল Flipkart

Flipkart-এর বহু প্রতীক্ষিত Big Billion Days কবে থেকে শুরু হবে, তা জানার অপেক্ষায় ছিল গোটা দেশবাসী। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই ফ্লিপকার্ট জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে বছরের সবচেয়ে বড় সেল। এ দিকে শপিং ইভেন্টটির আগে ফ্লিপকার্ট একটি তালিকা শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, আজ, ২১ সেপ্টেম্বর থেকে অক্টোবর ১ পর্যন্ত সারি সারি প্রোডাক্টের ঘোষণা করবে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড।

তার মধ্যে যেমন অফার আছে, তেমনই আছে নতুন লঞ্চ। যেমন স্যামসাং ২৯ সেপ্টেম্বর ফ্লিপকার্টে একটি নতুন ডিভাইস লঞ্চ করবে বলে জানা গেছে। কোম্পানির তরফে এখনও ডিভাইসটির নাম জানানো হয়নি। তবে সাম্প্রতিক রিপোর্টের ভিত্তিতে বলা যায়, ওই দিন Samsung Galaxy F42 5G-এর অফিসিয়াল লঞ্চ হতে চলেছে।

উল্লেখ্য, Samsung Galaxy F42 5G আসলে Galaxy Wide 5-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। অর্থাৎ দুটি ফোনের ফিচার একই রকম থাকবে। কিছুদিন আগেই Galaxy Wide 5 স্মার্টফোনটি দক্ষিণ কোরিয়ার বাজারে এসেছে।

Samsung Galaxy F42 5G স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

স্যামসাং ওয়াইড ৫ এর মতো গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে থাকতে পারে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের ইনফিনিটি-ভি নচের মধ্যে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাক প্যানেলে দেখা যেতে পারে ৬৪ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল, এবং ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ইউনিট। ফোনে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হতে পারে।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন